X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নেইমারের গোলে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, ০৯:১২আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ০৯:৩৫

নেইমারের গোল উদযাপন একের পর এক আক্রমণ চললো উরুগুয়ের রক্ষণে, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেলেসাওরা শেষ পর্যন্ত রক্ষা পেল নেইমারের লক্ষ্যভেদে। প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ডের পেনাল্টি গোলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের প্রথমার্ধ ছিল ব্রাজিলের। উরুগুয়ের রক্ষণকে তারা ব্যস্ত রেখেছে আক্রমণ চালিয়ে। চোটের কারণে দলের বেশ কয়েকজন খেলোয়াড় বাইরে থাকলেও আধিপত্য বিস্তার করেই খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল ব্রাজিলের। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে নেওয়া নেইমারের ফ্রি কিক উরুগুয়ে গোলরক্ষক মার্তিন কাম্পানা ঝাঁপিয়ে প্রতিহত করলে রক্ষা পায়। ১১ মিনিটে তো বল জালে উড়িয়েই দিয়েছিলেন নেইমার। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি। বাঁ প্রান্ত থেকে ফিলিপে লুইসের ক্রস ছোট বক্সের সামনে থেকে লক্ষ্যভেদ করলেও আগেই অফসাইডের ফাঁদে পড়েছিলেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

২২ মিনিটে উরুগুয়ে তৈরি করেছিল দারুণ সুযোগ। কিন্তু ফর্মে থাকা লুই সুয়ারেসকে হতাশ করেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। বার্সেলোনা স্ট্রাইকারের শট হাত দিয়ে প্রতিহত করে বারের উপর দিয়ে পাঠিয়ে দেন বাইরে।

বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে ‘লা সেলেস্তে’ পায় আরেকটি সুযোগ। এবার আলিসন হতাশ করেন এদিনসন কাভানিকে। বাঁ প্রান্ত থেকে সুয়ারেসের বাড়ানো ক্রস ডান প্রান্তের পোস্ট থেকে গোলমুখে বল রেখেছিলেন কাভানি, কিন্তু আলিসনকে ফাঁকি দিতে পারেননি পিএসজি স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়ে উরুগুয়ের। তবে সুযোগ নষ্টে এগিয়ে যাওয়া হয়নি তাদের। ব্রাজিলও ভাঙতে পারছিল না উরুগুয়ের রক্ষণ। শেষমেষ ৭৬ মিনিটে এমিরেটস স্টেডিয়াম ম্যাচের প্রথম গোল দেখে নেইমারের সৌজন্যে। ব্রাজিলের ফুলব্যাক দানিলোকে নিজেদের বক্সের ভেতর ফাউল করেন উরুগুয়ের ডিফেন্ডার লাক্সাল্ত, তাতে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে সেলেসাওদের এগিয়ে নেন নেইমার।

ওই গোলটাই ব্রাজিলকে এনে দেয় জয়। যাতে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে টানা তৃতীয় হারের মুখ দেখলো উরুগুয়ে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের