X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

স্বাধীনতা কাপ থেকে মোহামেডানের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ২০:২৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:১৫

মোহামেডানের আক্রমণভাগকে সাফল্যের সঙ্গে রুখে দিয়েছে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডাররা ২০১৪ সালে তৃতীয় স্বাধীনতা কাপ জয়ের পর থেকে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছে না মোহামেডান। বাংলাদেশের এই ঐতিহ্যবাহী ক্লাব গত দুইবারের মতো এবারও গ্রুপ পর্ব থেকে বিদায় নিল তিন ম্যাচের একটিও না জিতে, ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে। রবিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্রয়ে ছিটকে গেল তারা।

আর এই ড্রয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেই শেষ ম্যাচে মোহামেডানের মুখোমুখি হয়েছিল তারা। গতবারের রানার্স-আপ দলটির সঙ্গে শেষ আটে উঠেছে রহমতগঞ্জ। নোফেল স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে নকআউটে তারা। ৩ পয়েন্টে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছে নোফেল।

কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী লড়বে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে। আর রহমতগঞ্জ মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৫ মিনিটে গোলের সুযোগ নষ্ট করে মোহামেডান। আমির হাকিম বাপ্পির বাড়ানো ক্রসে নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজির হেড মোহাম্মদ নেহালের হাতে সহজেই ধরা দেয়।

বিরতির পরও কোনও দল গোল করতে পারেনি। ৪৯ মিনিটে চট্টগ্রাম আবাহনীর আক্রমণ ছিল গোল হওয়ার মতো। নাইজেরিয়ান ডিফেন্ডার মুফতা লাওয়ালের হেড গোলরক্ষক ফিরিয়ে দেন। আর ৬৭ মিনিটে মিডফিল্ডার আরিফ খান জয়ের শট হয় লক্ষ্যভ্রষ্ট।

তাই এ মৌসুমে ফেডারেশন কাপের পর স্বাধীনতা কাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো মোহামেডানকে। দলের অধিনায়ক জাহিদ হাসান এমিলি হতাশা লুকালেন না, ‘আমাদের বাদ পড়াটা দুঃখজনক। ভালো খেলেও গোল পাচ্ছিলাম না আমরা। স্থানীয়দের সঙ্গে যদি বিদেশিরা ভালো খেলতে পারতো, তাহলে হয়তো গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হতো না।’

দিনের অন্য ম্যাচে নোফেলকে চাপে রেখে রহমতগঞ্জ এগিয়ে যায় ৩৬ মিনিটে। মিডফিল্ডার রাকিবুল ইসলাম করেন ১-০। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় রহমতগঞ্জ। ফয়সাল আহমেদের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন কঙ্গোলিজ ফরোয়ার্ড সিও জুনাপিও। ৭৯ মিনিটে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে দলকে তৃতীয় গোল এনে দেন এই ফরোয়ার্ড।

কোয়ার্টার ফাইনালের সূচি

১১ ডিসেম্বর: আরামবাগ ক্রীড়া সংঘ-ব্রাদার্স ইউনিয়ন

১২ ডিসেম্বর: চট্টগ্রাম আবাহনী-শেখ রাসেল ক্রীড়া চক্র

১৩ ডিসেম্বর: ঢাকা আবাহনী-সাইফ স্পোর্টিং ক্লাব

১৪ ডিসেম্বর: বসুন্ধরা কিংস-রহমতগঞ্জ 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৪টায়

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক