X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘আজীবন তোমাকে ভালোবাসবো’

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭

এমিলিয়ানো সালার সঙ্গে লুইজা উনগেরার বিমান দুর্ঘটনায় মারা যাওয়া এমিলিয়ানো সালার প্রেমিকা দাবি করেছেন ব্রাজিলের এক ভলিবল খেলোয়াড়। আর্জেন্টাইন স্ট্রাইকারের মৃত্যুর আগে তার সঙ্গে গোপন প্রণয়ের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন লুইজা উনগেরার নামের ৩১ বছর বয়সী তরুণী। যেখানে লিখেছেন, আজীবন তিনি ভালোবেসে যাবেন সালাকে।

ব্রিটিশ দৈনিক ‘সান’-এর খবর, ফ্রান্সের ভলিবল দল বেজিয়ে অ্যাঞ্জেলসের হয়ে খেলার সময় সালার সঙ্গে সম্পর্কে জড়ান উনগেরার। ২০১৭ সাল থেকে ডেট করছিলেন তারা। যদিও এই সম্পর্কের বিষয়ে খুব একটা জানাজানি ছিল না। উনগেরারই প্রকাশ করেছেন সালার সঙ্গে তার সম্পর্কের কথা। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ আদান-প্রদানের মাধ্যমে গড়ে ওঠে তাদের সম্পর্ক। ব্রাজিলিয়ন এই ভলিবল খেলোয়াড়ের জন্মদিন ১৪ জানুয়ারি, বিমান দুর্ঘটনায় এক সপ্তাহ আগে শেষবার দেখা হয়েছিল তার সালার সঙ্গে।

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় দুর্ঘটনায় শিকার হওয়া বিমানটি উদ্ধারের পর সালার মৃতদেহ চিহ্নিত হলে উনগেরার সামনে আনেন সম্পর্কের বিষয়টি। সালা পৃথিবী ছেড়ে গেলেও আজীবন তাকে ভালোবেসে যাবেন উনগেরার। তার আবেগময় পোস্টটি ছিল এমন, “যেমনটি তুমি সবসময় বলতে: আমার সঙ্গে এভাবে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।’ ‍আমি আজীবন তোমাকে ভালোবাসবো।”

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’তে দেওয়া সাক্ষাৎকারে উনগেরার জানিয়েছেন, তার বিশ্বাস ছিল সালাকে খুঁজে পাওয়া যাবে। ব্রাজিলিয়ান তরুণীর বক্তব্য, ‘অনেক যন্ত্রণার মুহূর্ত ছিল, আমরা জানতাম না বিমানটি কোথায় আছে এবং সামনে কী হতে যাচ্ছে। উদ্ধার কাজ বন্ধ করা উচিত হয়নি। ওই দিনগুলো ছিল ভীষণ পীড়াদায়ক। তবে আমার সবসময়ই আশা ছিল (তাকে খুঁজে পাওয়া যাবে)।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ