X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পিএসজি সমর্থকদের আরামে ঘুমাতে বললেন নেইমারের বাবা

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০১৯, ১৮:৪১আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৮:৪১

পিএসজি সমর্থকদের আরামে ঘুমাতে বললেন নেইমারের বাবা নেইমারের দলবদলের গুঞ্জন থামছেই না। প্যারিস সেন্ত জার্মেই সমর্থকদের উদ্বেগও কমছে না কিছুতেই। তাদের চাওয়া একটাই, নেইমারের দলবদলের ইস্যু ভুলে ‘শান্তির ঘুম’। প্যারিসের ক্লাবটির ভক্তদের উদ্দেশ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাবা নেইমার সিনিয়র বলেছেন, ‘আরামে ঘুমাতে পারেন’ তারা।

২০১৭ সালের গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে পার্ক দে প্রিন্সেসে নেইমারকে নিয়ে আসে পিএসজি। মোটা অঙ্কের অর্থ খরচ করার পরও ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে স্বস্তিতে নেই তারা। প্রতিনিয়ত নতুন নতুন গুঞ্জন ওঠে তার দল ছাড়া নিয়ে। বিষয়টা কিছুতেই নিতে পারছেন না পিএসজি সমর্থকরা। তারা এই ইস্যুর সমাধান চান।

নেইমার সিনিয়র বারবারই বলে আসছেন, তার ছেলে পিএসজিতেই থাকবে। এরপরও থামছে না তার দলবদলের গুঞ্জন। আরও একবার এই ব্রাজিলিয়ান নিশ্চিত করেছেন, প্যারিসেই থাকবেন নেইমার। পাঁচ বছরের চুক্তির এখনও অনেকটা বাকি আছে উল্লেখ করে নেইমার সিনিয়রের বক্তব্য, ‘পিএসজির সঙ্গে চুক্তিটা অনেক লম্বা। আমরা মাত্র দ্বিতীয় মৌসুমে আছি এখন, সেটাও শেষ হয়নি এখনও। মানে চুক্তির অর্ধেকটাও শেষ হয়নি।’

পিএসজি সমর্থকদের উদ্দেশ্যে নেইমারের বাবা বললেন, ‘দুই বছর আগে নেইমার পিএসজির প্রতি তার মুগ্ধতা প্রকাশ করেছিল। তাই ভক্তরা আরামে ঘুমাতে পারেন। আজও নেইমার পিএসজিতে থাকতে চায় না। ক্লাবের শিরোপা জেতার পথে কাজ করে যেতে চায়।’

পিএসজিতে যোগ দিয়ে ঘরোয়া ফুটবলের সাফল্য ধরা দিলেও ইউরোপিয়ান শিরোপা জেতার স্বাদ এখনও পাওয়া হয়নি নেইমারের। গতবার চোটের কারণে চ্যাম্পিয়নস লিগের শেষ অংশে খেলা হয়নি তার, এবারও পিএসজির কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার সময় চোটে ছিলেন মাঠের বাইরে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে