X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

স্টারলিংয়ের হ্যাটট্রিকে গোল উৎসবে শুরু ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০১৯, ২০:১৪আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২০:৪১

হ্যাটট্রিক করেছেন স্টারলিং লিভারপুল ৪-১ গোলে নরউইচ সিটিকে উড়িয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছিল। রানার্স আপদের মতোই গোল উৎসব করে হ্যাটট্রিক শিরোপার মিশনে নামলো ম্যানচেস্টার সিটি। রহিম স্টারলিংয়ের হ্যাটট্রিকে শনিবার ৫-০ গোলে চ্যাম্পিয়নরা জিতেছে ওয়েস্ট হ্যামের মাঠে।

প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যবহার হলো। আর প্রথম দিনেই আলোচনায় চলে এলো এটি। লিগে প্রথম ভিএআর হতাশ করেছে ম্যানসিটিকে। গ্যাব্রিয়েল জেসুসের গোল বাতিল হয়েছে এই প্রযুক্তির ব্যবহারে। কিন্তু এরপরে ভিএআরের ব্যবহার দারুণ সুযোগ এনে দেয় তাদের। সের্হিয়ো আগুয়েরোর প্রথম পেনাল্টি মিস হলে রিপ্লেতে দেখা যায়, আর্জেন্টাইন ফরোয়ার্ড শট নেওয়ার আগেই প্রতিপক্ষ খেলোয়াড় বক্সে ঢুকে পড়েন। তাতে দ্বিতীয়বার শট নেওয়ার সুযোগ পান তিনি। আগুয়েরো এবার ব্যর্থ হননি।

ওয়েস্ট হ্যামের মাঠে ম্যানসিটি প্রথমার্ধে গোল করে একটি। ২৫ মিনিটে কাইল ওয়াকারের বানিয়ে দেওয়া বলে কাছের পোস্ট থেকে লক্ষ্যভেদ করেন জেসুস। কেভিন ডি ব্রুইনের ৩৮ মিনিটে নেওয়া শট ঠেকিয়ে ব্যবধান দ্বিগুণ করতে দেননি স্বাগতিক গোলরক্ষক লুকাস ফ্যাবিয়ানস্কি।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ২-০ করে ম্যানসিটি। ডি ব্রুইনের পাস থেকে ৫১ মিনিটে লক্ষ্যভেদ করেন স্টারলিং। দুই মিনিট পর ম্যানসিটি তৃতীয় গোল উদযাপনে মেতেছিল। দাভিদ সিলভা ও স্টারলিংয়ের সহায়তায় জেসুস লক্ষ্যভেদ করেছিলেন, কিন্তু রেফারি মাইক ডিন ভিএআর দেখে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন।

৭৫ মিনিটে আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহরেজের শট থেকে ফ্যাবিয়ানস্কির মাথার ওপর দিয়ে বল তুলে জালে জড়ান স্টারলিং। আবারও ভিএআর যাচাই করতে হয় রেফারিকে। অবশ্য গোলটি বহাল থাকে। খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে পেনাল্টি পায় সিটিজেনরা। হ্যাটট্রিকের সুযোগ পেয়েও আগুয়েরোকে পেনাল্টি শট নিতে দেন স্টারলিং। অবশ্য আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ঠেকিয়ে দেন ওয়েস্ট হ্যাম গোলরক্ষক। কিন্তু ভিএআরে দেখা যায় তিনি বলে শট নেওয়ার আগেই প্রতিপক্ষ খেলোয়াড় রাইস বক্সে ঢুকে গেছেন। তাতে আবার শট নেওয়ার সুযোগ দেন রেফারি, এবার লক্ষ্যভেদ করেন আগুয়েরো।

ইনজুরি সময়ের প্রথম মিনিটে মাহরেজের বাড়িয়ে দেওয়া বলে চমৎকার শটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন স্টারলিং।

এই জয়ে লিভারপুলকে টপকে শীর্ষে উঠেছে ম্যানসিটি। দুই দলেরই পয়েন্ট ২, তবে গোল ব্যবধানে এগিয়ে সিটিজেনরা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়