X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

উয়েফা বর্ষসেরার দৌড়ে মেসি-রোনালদো-ফন ডাইক

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০১৯, ১১:০০আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১১:০৩

উয়েফার বর্ষসেরা অ্যাওয়ার্ডের দৌড়ে রোনালদো, ফন ডাইক ও মেসি ইউরোপের গত মৌসুমের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তিন জনের তালিকা চূড়ান্ত হলো বৃহস্পতিবার। এই অ্যাওয়ার্ডের দৌড়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যোগ দিয়েছেন ভার্জিল ফন ডাইক।

২০১১ সালে এই অ্যাওয়ার্ড চালুর পর থেকে প্রত্যেকবার সংক্ষিপ্ত তিনজনের মধ্যে ছিলেন রোনালদো। তিনবার এই পুরস্কার জিতেছেন পর্তুগিজ তারকা। পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রোনালদো জুভেন্টাসের জার্সিতে অভিষেক মৌসুমে জ্বলে উঠতে পারেননি। ইতালিয়ান দলটি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হেরে যায় আয়াক্স আমস্টারডামের কাছে। অবশ্য জুভদের টানা অষ্টম সিরি ‘এ’ জেতাতে ২১ গোল করেন রোনালদো এবং হন লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।

গত মৌসুমে তিনজনের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েন মেসি। তৃতীয়বার অ্যাওয়ার্ড জয়ের হাতছানি তার সামনে। লা লিগা (৩৬) ও চ্যাম্পিয়নস লিগের (১২) সর্বোচ্চ গোলদাতাও তিনি। অবশ্য চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগ জিতলেও দ্বিতীয় লেগে লিভারপুলের কাছে হেরে ছিটকে যায় বার্সা।

লিভারপুলের ষষ্ঠ ইউরোপিয়ান কাপ জয়ে দারুণ ভূমিকা রাখা ফন ডাইক প্রথমবার সেরা তিনে জায়গা পেলেন। গত মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হন এই ডিফেন্ডার। খেলোয়াড়দের ভোটেও হন লিগের বর্ষসেরা।

আগামী ২৯ আগস্ট মোনাকোয় চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে পুরস্কারটি দেওয়া হবে। এই তিনজনকে বাছাই করা হয়েছে গত চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়া দলগুলোর কোচ ও উয়েফার ৫৫ সদস্য অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের ভোটে।

উয়েফার মেয়েদের বর্ষসেরা অ্যাওয়ার্ডের সেরা তিনে জায়গা পেয়েছেন লুসি ব্রোঞ্জ, অ্যাডা হেগারবার্গ ও অ্যামান্দিন হেনরি। তিনজনই ফরাসি ক্লাব লিঁওর হয়ে খেলেছেন এবং গত মৌসুমে জিতেছেন ট্রেবল। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কোনও হার মেনে নেওয়া কঠিন: লিটন
যে কোনও হার মেনে নেওয়া কঠিন: লিটন
তেজগাঁওয়ে পিকআপের ধাক্কায় কাঁচাবাজারের শ্রমিক নিহত
তেজগাঁওয়ে পিকআপের ধাক্কায় কাঁচাবাজারের শ্রমিক নিহত
হায়দরাবাদের কাছে হেরে লখনউর বিদায়
হায়দরাবাদের কাছে হেরে লখনউর বিদায়
জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও নাগরিক হয়রানি বন্ধের দাবি
জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও নাগরিক হয়রানি বন্ধের দাবি
সর্বাধিক পঠিত
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত