X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ০০:২০

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের একটি মুহূর্ত ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। অনেক আশা নিয়ে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে গেলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জেমি ডে’র দলকে। দুশানবের পামির স্টেডিয়ামকে নিজেদের ‘হোম ভেন্যু’ করেছে আফগানিস্তান। সেই ভেন্যুতে আধিপত্য বিস্তার করে খেলা আফগানরা ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তান শুরু থেকে চাপে রাখে বাংলাদেশকে। তাদের আক্রমণের তোপে বাংলাদেশের রক্ষণকে প্রায়ই খেই হারাতে হয়েছে। শুরু থেকে রক্ষণ জমাট করে খেললেও হার এড়াতে পারেনি জামাল ভূঁইয়ারা।

মঙ্গলবার এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপের ম্যাচে শুরুতে থেকেই আক্রমণাত্মক ছিল আফগানরা। বিপরীতে রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশকে। যদিও শুরুর দিকে পরিষ্কার কোনও সুযোগ তৈরি করতে পারেনি ‍আফগানিস্তান। বাংলাদেশের রক্ষণের সামনে বারবার আটকে যেতে হচ্ছিল তাদের। প্রথম সুযোগটা আসে ২১তম মিনিটে, যদিও বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা সহজেই প্রতিহত করেন প্রতিপক্ষ খেলোয়াড়ের শট।

তবে ২৭ মিনিটে বাধার দেয়াল আর টিকেনি। সেট পিস থেকে লক্ষ্যভেদ করে এগিয়ে যায় আফগানিস্তান। ফ্রি-কিক থেকে আফগান অধিনায়ক ফারশাদ নূরের হেড গোলরক্ষক রানা ঝাঁপিয়েও রক্ষা করতে পারেননি। বল তার হাতে লাগলেও লাভ হয়নি, জড়িয়ে যায় জলে।

আগের ম্যাচে কাতারের বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়া আফগানরা ওই গোলের লিড নিয়েই যায় বিরতিতে।

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনে। রবিউল হাসান ও মাহবুবুর রহমান সুফিল মাঠে নামলেও লাল-সবুজ জার্সিধারীদের সমতায় ফেরাতে পারেননি। একাধিক আক্রমণ হয়েছে ঠিকই, কিন্তু আফগানিস্তানের গোলরক্ষককে বড় পরীক্ষায় ফেলতে পারেননি কেউই।

অবশ্য প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে রক্ষণ ছেড়ে আক্রমণে গিয়েছিল বাংলাদেশ। জামালদের সবচেয়ে ভালো দুটি সুযোগ আসে ৭৯ ও ইনজুরি টাইমে। দুইবারই সুযোগ তৈরি করেছিলেন নাবীব নেওয়াজ জীবন। প্রথমটিতে ফ্রি-কিক থেকে হেড করতে ব্যর্থ হন, আর ইনজুরি টাইমে বলে পা ছোঁয়াতে পারেননি। বিপরীতে আফগানরা একাধিক সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়েছে।

এরপরও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে কোনও অসুবিধা হয়নি আফগানদের। তাতে বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারা সচল রাখলো তারা। সবশেষ ২০১৫ সালে সাফ ফুটবলে আফগানদের বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার অন্তত বড় ব্যবধানে হারতে হয়নি, এটাই হয়তো বাংলাদেশের সান্ত্বনা!

বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে শক্তিশালী কাতারের বিপক্ষে। আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি।

বাংলাদেশ একাদশ:

আশরাফুল ইসলাম রানা, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ (রবিউল হাসান), নাবীব নেওয়াজ জীবন, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম (মাহবুবুর রহমান), সাদউদ্দিন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে