X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বাবার ভিডিও দেখে কাঁদলেন রোনালদো (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০১

কাঁদলেন রোনালদো মাত্র ২০ বছর বয়সে বাবাকে হারিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ছেলের তারকাখ্যাতি তাই দেখে যেতে পারেননি জোসে দিনিস আভেইরো। তবে ছেলেকে নিয়ে গর্ব করে গেছেন যকৃতের অসুখে মারা যাওয়া এই পর্তুগিজ। যে ভিডিও বার্তায় প্রশংসা করেছেন, সেটা আবার কখনোই দেখেননি রোনালদো। প্রথমবার সেই ভিডিওটি দেখে অঝোরে কাঁদলেন জুভেন্টাস তারকা।

রোনালদোর বাবা ছিলেন মদ্যপ। পরিবারের সঙ্গে তার যোগাযোগ তেমন একটা ছিল না। রোনালদোর সঙ্গে তো দূরত্ব ছিল আরও বেশি। ৫২ বছর বয়সে তিনি ছেড়ে গেছেন পৃথিবী। খুব একটা সখ্যতা না থাকায় রোনালদোর সঙ্গে তার বাবার কথা-বার্তাও হতো না সেরকম।

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে এক টিভি সাক্ষাৎকারে বাবার না দেখা ভিডিও প্রথমবার দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রোনালদো। ভিডিও দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারেননি। তার চোখ গড়িয়ে এসেছি জল। জল মুছতে মুছতেই রোনালদো বললেন, ‘আমি কখনও এই ভিডিও দেখিনি। কখনোই এই ভিডিও দেখিনি। অবিশ্বাস্য।’

ভিডিওতে রোনালদোর বাবা ছেলেকে নিয়ে গর্ব করেছিলেন। বাবার এই প্রশংসা নিশ্চয় অন্যরকম? রোনালদোর উত্তর, ‘অবশ্যই, অনেক। ভেবেছিলাম এই সাক্ষাৎকারটা অনেক মজার হবে, ভাবিইনি আমাকে কাঁদতে হবে। এই ছবিগুলো আমি কখনোই দেখিনি। আমার পরিবারের সবাইকে ছবিগুলো দেখাতে হবে।’

বাবার সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গার বলেছেন, ‘সত্যিই আমি আমার বাবাকে পুরোপুরি জানি না। তিনি মদ্যপ ছিলেন। তার সঙ্গে সাধারণ কথা-বার্তাও আমার হয়নি কখনও। ভাবতে গেলেই খারাপ লাগে।’

রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ায় কিছুদিনের মধ্যে মারা যান তার বাবা। এরপরই ইংলিশ ক্লাবটিকে সাফল্যের ছাপ ফেলে ইতিহাসের পাতায় নাম লিখেছেন ‍তিনি রিয়ালের জার্সি গায়ে। পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জেতার সঙ্গে সমান ব্যালন ডি’অর আছে তার শো কেসে সাজানো। জাতীয় দল পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।

এত এত সাফল্য পরিবারের সবাই দেখলেও বাবা দেখতে না পারায় রোনালদোর আক্ষেপ, ‘আমার পরিবার, আমার মা, ভাই, এমনকি আর ছেলেও দেখেছে (আমার সাফল্য), কিন্তু আমার বাবা কিছুই দেখে যেতে পারেননি। তিনি অনেক আগেই মারা গেছে।’

বিয়ের বিষয়েও মুখ খুলেছেন রোনালদো। বান্ধবী হোর্হিনা রোদ্রিগেসের সঙ্গেই বিয়ের বাঁধনে জড়াতে চান তিনি, ‘আমরা (রোনালদো ও হোর্হিনা) একদিন বিয়ে করব, এটা নিশ্চিত। এটা আমার মায়ের স্বপ্ন। অবশ্যই একদিন হবে। কেন নয়?

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল