X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞায় এল ক্লাসিকো খেলা হচ্ছে না দেম্বেলের

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ২০:১৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২০:১৭

উসমান দেম্বেলে রেফারিকে বাজে মন্তব্য করায় সরাসরি লাল কার্ড দেখেছিলেন দেম্বেলে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবার দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে তাকে। এই শাস্তিতে এল ক্লাসিকো খেলা হচ্ছে না ফরাসি ফরোয়ার্ডের।

গত রবিবার সেভিয়ার বিপক্ষে ন্যু ক্যাম্পের লা লিগা ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দেম্বেলে। রেফারি মাতেউ লোহেসকে বাজে মন্তব্য করায় তিনি স্প্যানিশ ঘরোয়া প্রতিযোগিতায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। তাতে এইবারের সঙ্গে সামনের ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরের লিগ ম্যাচ মিস করবেন তিনি।

সেভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পের ম্যাচটিতে গোলও পেয়েছিলেন দেম্বেলে। কিন্তু শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে লাল কার্ড দেখতে হয় তাকে। ম্যাচ অফিসিয়াল লোহেসের অভিযোগ দেম্বেলে তাকে ‘আপনি খুব খারাপ’ মন্তব্য করেছিলেন।

যদিও লিওনেল মেসি মাঠেই দেম্বেলের পক্ষ নিয়ে রেফারিকে বোঝার চেষ্টা করেছিলেন ফরাসি ফরোয়ার্ড স্প্যানিশ ঠিকমতো বলতে পারেন না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ এরনেস্তো ভালভারদেও একই কথা শুনিয়েছিলেন। তাছাড়া কাতালান রেডিও ‘আরএসি ওয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি রেফারিকে বলেছিলাম, দেম্বেলের এমন কিছু বলা খুব কঠিন। কারণ তার পক্ষে (স্প্যানিশ) এই বাক্য উচ্চারণ করা কঠিন। সংবাদ সম্মেলনে কোচও আমাকে সমর্থন দিয়েছিলেন।’

মেসি ও ভারভালদের চেষ্টা বৃথা গেছে। রেফারির সঙ্গে বাজে আচরণের শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দেম্বেলে। এইবারের বিপক্ষে তো বটেই, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে এল ক্লাসিকোতেও খেলা হচ্ছে না সাবেক বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ডের।

২২ বছর বয়সী এই তরুণ ২০১৭ সালের গ্রীষ্মে জার্মান ক্লাব ছেড়ে যোগ দেন ন্যু ক্যাম্পে। কিন্তু ইনজুরি ও নিষেধাজ্ঞায় প্রায়ই থাকতে হচ্ছে মাঠের বাইরে। এবারের নিষেধাজ্ঞা সেভিয়া ম্যাচে অভিষিক্ত বার্সা ডিফেন্ডার রোনাল্দ আরাউহোর লাল কার্ড কেন্দ্র করে। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে দেম্বেলে নাকি ‘আপনি খুব খারাপ’ মন্তব্য করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল বিরতির পর বার্সেলোনা ১৯ অক্টোবর আতিথ্য নেবে এইবারের ঘরের মাঠে। লিগের পরের ম্যাচে ২৬ অক্টোবর ঘরের মাঠে তারা মুখোমুখি হবে চিরশত্রু রিয়ালের। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে