X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘ছেত্রীকে কঠিন পাহারায় রাখতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৯, ২১:০৩আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:০৩

বিশ্বনাথ ও ইয়াসিনদের (ডানে) নিয়ে ছেত্রীকে আটকানোর পরিকল্পনা বাংলাদেশের সুনীল ছেত্রীকে নিয়ে আতঙ্কের কথা স্বীকার করেছেন বাংলাদেশের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তবে এই তারকাকে নিয়ে সাজানো ভারতের আক্রমণভাগকে দুর্বল করে রাখতে প্রস্তুত দল, জানালেন গোলকিপার আশরাফুল ইসলাম রানা। কোচ জেমি ডে বললেন, ছেত্রীকে আটকাতে সব চেষ্টা করবে খেলোয়াড়রা।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী মঙ্গলবার কলকাতার সল্ট লেকে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের আক্রমণ কীভাবে ঠেকানো যায়, সেই পরিকল্পনা ডিফেন্ডারদের সঙ্গে করে রেখেছেন রানা, ‘অবশ্যই ওদের স্ট্রাইকারদের নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ভারতে সুনীল ছেত্রীর মতো ভালো ফরোয়ার্ড অনেক আছে। তাদের ঠেকাতে আমাদের দলের ডিফেন্ডারদের সঙ্গে গোলকিপাররা অনুশীলন করে যাচ্ছে। আশা করি, পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে পারলে ভালো কিছু হবে।’

ইয়াসিন খানের রক্ষণভাগ তো থাকবেই, গোলপোস্টের নিচে দুর্গ গড়ে তুলতে হবে রানাকেও। প্রতিপক্ষ দলের মূল স্ট্রাইকার ছেত্রীকে নিয়ে আলাদা করে ভাবছেন এই গোলকিপার, ‘আমি ছেত্রীর কয়েকটি ম্যাচের ভিডিও দেখেছি। বোঝার চেষ্টা করেছি ম্যাচে ওর মুভমেন্ট কেমন হতে পারে, কোন অ্যাঙ্গেল থেকে শট নিতে পারে। এগুলো নিয়ে বাড়তি কাজ হয়েছে আমাদের।’

কোচ জেমি ডেও সতর্ক ছেত্রীকে নিয়ে, ‘সুনীল ছেত্রী ভালো ফুটবলার। ভারতের হয়ে অনেক গোল করেছে। তাকে আটকানো কঠিন হবে। সুযোগ পেলেই সে গোল করবে, তাই তাকে কঠিন পাহারা দিয়ে রাখতে হবে। ওদের আক্রমণভাগ যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’

কাতার ম্যাচের ভিডিও দেখে নিজেদের ভুলগুলো খুঁজেছে বাংলাদেশ, সেগুলো শুধরে ভারতের মুখোমুখি হতে চায় তারা। আর জয়ের আত্মবিশ্বাস সঙ্গে আছে তাদের। রানা বলেছেন, ‘নির্দিষ্ট দিনে যারা ভালো করবে, তারাই জিতবে। কাতারের বিপক্ষে গোলকিপার গুরপ্রীত সিং বেশ ভালো করেছে। এবার তারা ঘরের মাঠে আমাদের খেলবে। আমাদেরও চ্যালেঞ্জ নিতে হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
বাংলাদেশের আম নিতে চায় চীন
বাংলাদেশের আম নিতে চায় চীন
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ