X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ওমানে কঠিন পরীক্ষার আগে ইতিবাচক বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ২২:০২আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২২:০২

ওমানে কঠোর অনুশীলন চলছে ফুটবলারদের বিশ্বকাপ বাছাই পর্বে আরেকটি কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার শক্তিশালী ওমানের মুখোমুখি হবে তারা। মাসকটে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে কঠোর অনুশীলন করছেন জামাল ভূঁইয়ারা। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ভালো ফল পাওয়ার লক্ষ্য তাদের।

ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশ এগিয়ে গিয়েও ড্র করে। দলের একমাত্র গোলদাতা সাদ উদ্দিন আরও একবার গোল উদযাপন করতে মরিয়া। মঙ্গলবার অনুশীলনের এক ফাঁকে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘এখানে আগেভাগে আসার কারণে আবহাওয়ার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি। সবাই ফিট আছে। আশা করছি এই ম্যাচেও ইতিবাচক একটা ফল পাবো। এই ম্যাচেও গোল করার চেষ্টা থাকবে। শুধু আমি না, পুরো দলই চেষ্টা করবে সেরাটা দিতে।’

প্রতিপক্ষের শক্তি সম্পর্কে জানে বাংলাদেশ। দুর্বলতাও খুঁজে বের করছে। বাংলাদেশের গোলকিপার আশরাফুল ইসলাম রানা বলেছেন, ‘ওমান আর বাংলাদেশের আবহাওয়া এখন প্রায় একই রকম। আবহাওয়া আমাদের জন্য কোনও সমস্যা হবে না। তবে ওমান আমাদের চেয়ে অনেক শক্তিশালী দল। তাদের সম্পর্কে কোচ আমাদের ধারণা দিয়েছেন। তাদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করছি আমরা। আমাদের দুর্বলতাগুলো নিয়েও আমরা কাজ করছি। ওমানের শেষ কয়েকটা ম্যাচ দেখেছি। কাতার আর ওমানের খেলার ধরন প্রায় একই রকম।’

‘ই’ গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ওমানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা রানার, ‘ওদের মাঠ আর কন্ডিশনে খেলা। ওরা শক্তিশালী। আধিপত্য বিস্তার করতে চাইবে তারা। আমরাও ৯০ মিনিট শতভাগ মনসংযোগ দিয়ে খেলতে চাই, যেন ভালো কিছু করতে পারি। যদি কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে ওমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আগের ম্যাচগুলোর ভুলগুলো এবার যেন না হয়, সেই চেষ্টা থাকবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’