X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সোসিয়েদাদের মাঠে বার্সেলোনার হোঁচট

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, ২৩:০৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২৩:২১

সুয়ারেসের গোল বৃথা গেছে রিয়াল সোসিয়েদাদের মাঠে পিছিয়ে পড়েও লুই সুয়ারেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু এর্নেস্তো ভালভারদের শিষ্যরা জিতে মাঠ ছাড়তে পারেনি। বুধবার এল ক্লাসিকোর আগে ২-২ গোলের ড্রয়ে ধাক্কা খেলো কাতালান জায়ান্টরা।

সব ধরনের প্রতিযোগিতায় আগের ছয়টি ম্যাচ জিতেছিল বার্সেলোনা। আনোয়েতায় পিছিয়ে পড়লেও আরেকটি জয়ের সম্ভাবনা জেগেছিল। কিন্তু ৬২ মিনিটে আলেক্সান্দার ইসাকের স্ট্রাইক চতুর্থ স্থানে থাকা সোসিয়েদাদকে পয়েন্ট এনে দেয়। এতে করে বার্সার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে লা লিগার শীর্ষস্থানে ওঠার সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদের। রবিবার তারা ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে।

১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এখনও এক নম্বরেই আছে বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়াল (৩৪) এক পয়েন্ট পেছনে। সোসিয়েদাদ ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে।

সোসিয়েদাদ এগিয়ে যায় ১২ মিনিটে। বক্সের মধ্যে ডিয়েগো লরেন্তোর শার্ট টেনে ধরেন সের্হিয়ো বুশকেৎস, তাতে পেনাল্টি পায় স্বাগতিকরা। মিকেল ওইয়ারজাবাল ঠাণ্ডা মাথায় মার্ক আন্দ্রে টের স্টেগেনকে পরাস্ত করেন।

প্রথমার্ধে বেশ গোছালো খেলতে থাকে সোসিয়েদাদ। কিন্তু বিরতির আগে রক্ষণটা অগোছালো হয়ে উঠলে সুযোগের সদ্ব্যবহার করে বার্সা। ৩৮ মিনিটে সুয়ারেসের বানিয়ে দেওয়া বলে আন্তোয়ান গ্রিয়েজমান নিচু কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন।

বিরতির পর চতুর্থ মিনিটে বার্সা এগিয়ে যায়। বুশকেৎসের চমৎকার পাস খুঁজে পায় লিওনেল মেসিকে। বার্সা অধিনায়ক নিঃস্বার্থভাবে বল দেন সুয়ারেসকে, সহজেই গোল করেন উরুগুয়ান স্ট্রাইকার।

গ্রিয়েজমান ও জেরার্দ পিকে বার্সার তৃতীয় গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু সোসিয়েদাদ উল্টো আক্রমণে সমতা ফেরায়। ৬২ মিনিটে নাচো মনরিয়েলের শট টের স্টেগেন ফিরিয়ে দিলে ফিরতি শটে সমতা ফেরান ইসাক। বাকি সময়ে আর কেউ গোলের দেখা পায়নি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট