X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

সবুজ-মেরুন জার্সি এখন থেকে এটিকে-মোহনবাগান

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, ১৭:২৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৭:৩৬

মিশে গেল আতলেতিকো ডি কলকাতা-মোহনবাগান অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, আতলেতিকো ডি কলকাতা আর মোহনবাগান এক হয়ে যাচ্ছে। সেটাই সত্যি হলো, মিশে গেল দুই ক্লাব। তার ফলে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) খেলতে কোনও বাধা থাকলো না মোহনবাগানের। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটি ছাড়াও সব ধরনের প্রতিযোগিতায় তারা নামবে এটিকে-মোহনবাগান নামে।

কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি কিনে নিয়েছে আতলেতিকো ডি কলকাতার মালিকানা প্রতিষ্ঠান আরপিএসজি গ্রুপ। মোহানবাগের ৮০ শতাংশ মালিকানা এখন তাদের, বাকি ২০ শতাংশ থাকলো মোহনবাগান ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের হাতে। যদিও খেলোয়াড়রা নামবেন চিরচেনা সবুজ-মেরুন জার্সিতেই। জার্সিতেও থাকবে মোহনবাগানের লোগো। তবে খেলোয়াড় কেনা-বেচা থেকে শুরু করে ক্লাবের ব্যবস্থাপনার সবকিছুর সিদ্ধান্ত নেবে এটিকে।

বছরখানেক আগে শুরু হওয়া আলোচনার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে বৃহস্পতিবার। আইএসএলের দুবারের চ্যাম্পিয়ন এটিকে ও কলকাতার সবচেয়ে সফল ক্লাবের মিলে যাওয়া ভারতীয় ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি আইএসএলে ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এটিকে। অন্যদিকে ভারতের পেশাদার আই-লিগে শিরোপার সুবাস পাচ্ছে মোহনবাগান।

২০২০-২১ মৌসুমের ‍আইএসএলে যাত্রা শুরু হবে এটিকে-মোহনবাগানের। ক্লাবসচিব স্বপন সাধন বসুর দৃঢ় বিশ্বাস, নতুন চুক্তিতে স্বপ্ন পূরণ হয়েছে ভক্তদের, ‘ভক্তরাসবসময় জিজ্ঞেস করতেন, কবে আমরা আইএসএল খেলবো? এবার তাদের আশা পূরণ হচ্ছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘নিজেদের ঐতিহ্য যেমন ধরে রাখতে চাই, তেমনি ফুটবলকেও এগিয়ে নিতে চাই। আমাদের বড় বিনিয়োগ দরকার ছিল। আর সেজন্য আমাদের কঠোর হতে হয়েছে। আরপিএসজি গ্রুপকে ধন্যবাদ।’

১৩০ বছরের পুরোনো ক্লাব মোহনবাগানের খ্যাতি বিশ্ব জুড়ে। কোনও কোনও ভক্তের আশঙ্কা, এমন একটি ক্লাবের মালিকানা একটি ব্যবসা প্রতিষ্ঠানের হাতে চলে গেলে অস্তিত্ব বিপন্ন হবে না তো? আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা অবশ্য অভয় দিয়েছেন, ‘মোহনবাগানের ঐতিহ্য নষ্ট হয় এমন কিছু আমরা করব না।’

কলকাতার আরেক বিখ্যাত ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে আরপিএসজি’র যুক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। মোহনবাগানকে বেছে নেওয়া কেন? গোয়েঙ্কার ব্যাখ্যা, ‘দুই পক্ষই সমানভাবে এগিয়েছে বলে সম্ভব হয়েছে।’ চুক্তি মেয়াদ নিয়ে অবশ্য দুই পক্ষই চুপ। তবে এটিকের এক কর্মকর্তা ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সারা জীবনের জন্য।’

দেখা যাক, কলকাতার দুই ক্লাবের একসঙ্গে পথচলা কতটা মধুর হয়!

/কেআর/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’