X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

একটু আগেই সিলেটে যেতে চান জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৫

জাতীয় দলের অনুশীলনে জেমি ডে-ফাইল ছবি বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ ভালো অবস্থায় নেই। এশিয়া অঞ্চলের ‘ই’ গ্রুপে চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে সবার নিচে লাল-সবুজ দল। পরের ম্যাচ আগামী ২৬ মার্চ, আফগানিস্তানের বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম। তবে সেখানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য ম্যাচটি হবে সিলেট জেলা স্টেডিয়ামে। জেমি ডে একটু আগেই সিলেটে গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চাইছেন।

বাংলাদেশের কোচ বলেছেন, ‘আফগানিস্তান ম্যাচের আগে ১০ দিনের প্রস্তুতি নিতে চাই। আর সিলেটে বেশ আগেই যেতে চাই। সেখানে অন্তত পাঁচ দিন অনুশীলন করতে পারলে খুব ভালো হয়।’

আফগানদের কাছে ১-০ গোলে হেরে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। সেই ম্যাচের থেকে শিক্ষা নিয়ে সিলেটে জিততে চান জেমি, ‘আফগানিস্তান আমাদের চেয়ে শুধু র‌্যাঙ্কিংয়ে নয়, টেকনিক্যালিও এগিয়ে। তবে ওদের বিপক্ষে আগের ম্যাচে আমরা ভালোই খেলেছিলাম। দুর্ভাগ্য, তিন পয়েন্ট হারিয়েছি। এবার ঘরের মাঠে খেলা। সুবিধাটা কাজে লাগাতে হবে। এরপর আমাদের আরও দুটো হোম ম্যাচ আছে। সব ম্যাচ থেকে পয়েন্ট নিতে চাই।’

১৯ ফেব্রুয়ারি ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে প্রিমিয়ার লিগের খেলা দেখছেন নিয়মিত। ঢাকার ম্যাচ তো দেখছেনই, ময়মনসিংহেও গেছেন। জাতীয় দলের বেশ কয়েকজনকে সাইডবেঞ্চে বসে থাকতে দেখে জেমি হতাশ, ‘প্রিমিয়ার লিগে জাতীয় দলের অনেকেই খেলার সুযোগ পাচ্ছে না। কেউ কেউ বদলি হিসেবে খেলছে। আমি তাই বেশ হতাশ।’

যারা খেলছে, তাদের জন্য কোচের হুঁশিয়ারি, ‘যারা লিগে নিয়মিত খেলছে, তাদের জাতীয় দলের মানে পৌঁছাতে হবে। নইলে দলে রাখা হবে না। দল ঘোষণার এখনও তিন সপ্তাহ বাকি। দেখা যাক কারা সুযোগ পায়!’

বৃহস্পতিবার ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন জেমি ডে। থাকবেন ৪ মার্চ পর্যন্ত। উয়েফা প্রো লাইসেন্স কোর্সের জন্য স্বদেশে ফিরতে হচ্ছে তাকে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের