X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘শিরস্ত্রাণ-বর্ম’ নিয়ে বার্সেলোনা যাবে নাপোলি

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৩

বার্সেলোনা যাওয়ার আগে যুদ্ধের গন্ধ পাচ্ছেন নাপোলি কোচ গাত্তুসো নেপলসে পিছিয়ে পড়েও নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। অ্যাওয়ে গোলের দরুণ বার্সেলোনা একটু এগিয়ে থাকলেও শেষ ষোলোর প্রথম লেগ শেষে স্বস্তিতে নেই কেউই। দ্বিতীয় লেগের ম্যাচ ১৮ মার্চ ন্যু ক্যাম্পে। ওই ম্যাচের দামামা যেন বেজে উঠেছে এখনই। ইতালিয়ান কোচ জেনারো গাত্তুসো বলে দিলেন, বার্সেলোনায় যাওয়ার আগে তারা ‘শিরস্ত্রাণ-বর্ম’ কিনবে।

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এ নিয়ে ইতালিতে ষষ্ঠ ম্যাচ খেলেও জিততে পারলো না বার্সেলোনা। তবে আতোঁয়ান গ্রিজমানের অ্যাওয়ে গোলের সুবিধা তারা কিছুটা পাবে। তবে নাপোলি কোচ গাত্তুসো বিশ্বাস করেন, বার্সাকে বিদায় করার ভালো সুযোগ তাদের সামনে। মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিশ্বকাপজয়ী সাবেক ইতালিয়ান মিডফিল্ডার বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে খেলছি, এখনই সব শেষ হয়ে যায়নি।’

ন্যু ক্যাম্পে কঠিন পরীক্ষা দিতে হবে, গাত্তুসো সেটি ভালো করেই জানেন, ‘কী কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমাদের, সেটা জানি। আমরা শিরস্ত্রাণ ও বর্ম কিনবো। যা কিছু প্রয়োজন সব সঙ্গে নেবো এবং পরের ম্যাচটি খেলবো। লড়াই শেষ হয়নি।’

দ্রিয়েস মের্টেন্সের বুলেট গতির শটে নাপোলি এগিয়ে গেলেও দলগত পারফরম্যান্সের জোরেই গ্রিজমান বার্সাকে সমতায় ফেরান। এ গোলের জন্য রক্ষণভাগকে দায়ী করলেও দলের খেলায় সন্তুষ্ট নাপোলি কোচ, ‘রক্ষণে আমরা একটা ভুল করায় তারা আমাদের আঘাত করলো, এ কারণে আমি হতাশ। কিন্তু আমরা আরও ভালো করতে পারতাম। তবে ট্যাকটিক্যালি দল ভালো খেলেছে। আমি খুশি। পাসিংয়ে আরও ভালো করতে পারতাম, আমার একমাত্র অনুশোচনা এটাই।’

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়