X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

৫২৮ দিন পর রিয়াল মাদ্রিদের ফ্রি কিক গোল

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২০, ১১:১৯আপডেট : ২৫ জুন ২০২০, ১১:২৭

ফ্রি কিকে গোল করে সের্হিয়ো রামোসের বুনো উল্লাস। ছবি: রয়টার্স ক্রিস্টিয়ানো রোনালদোরও চলে গেছেন, ফ্রি কিকে গোল করাও ভুলে গেছে রিয়াল মাদ্রিদ! সেই গত বছরের জানুয়ারিতে শেষবার ডেড বলে গোল করতে দেখা গিয়েছিল মাদ্রিদের ক্লাবটিকে। এতদিন পর এসে সেই খরা কাটলো সের্হিয়ো রামোসের সৌজন্যে। এই ডিফেন্ডারের উড়িয়ে মারা বলে ৫২৮ দিন পর ফ্রি কিকে গোল পেয়েছে রিয়াল। তার আগে ভিনিসিয়ুস জুনিয়রের লক্ষ্যভেদে মায়োর্কার বিপক্ষে পেয়েছে তারা ২-০ গোলের জয়। তাতে বার্সেলোনাকে পেছনে ফেলে আবার শীর্ষে ফিরেছে লস ব্লাঙ্কোস।

আগের রাতে ঘরের মাঠেও বার্সেলোনাকে জিততে ঘাম ঝরাতে হয়েছিল। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ইভান রাকিতিচের একমাত্র গোলে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফেরে কাতালানরা। ২৪ ঘণ্টার ব্যবধানে আবার শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে রিয়াল। বুধবার রাতে ঘরের মাঠ স্তাদিও আলফ্রেদো ডি স্তেফানোয় ‍দুই অর্ধের দুই গোলে জয়ের ধারা সচল রেখেছে জিনেদিন জিদানের দল।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছিলেন জিদান। আক্রমণভাগের শক্তি বাড়িয়ে করিম বেনজেমার সঙ্গে যোগ করেছিলেন এডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল ও ভিনিসিয়ুসকে। ব্রাজিলিয়ান এই তরুণের গোলেই এগিয়ে যায় রিয়াল। ১৯তম মিনিটে ছোট বক্সের সামনে থেকে ডান পায়ের টোকায় মায়োর্কা গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তিনি।

খানিক পর ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ তৈরি হয়েছিল রিয়ালের। অগ্রগামীর ভূমিকায় সেই ভিনিসিয়ুসই। কিন্তু এই ফরোয়ার্ডের শট বারে লেগে প্রতিহত হয়। হ্যাজার্ডও ব্যর্থ হয়েছেন কয়েকবার। তাই প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।

তবে বিরতি থেকে ঘুরে এসে ২-০ করতে বেশি সময় নেয়নি তারা। ৫৬ মিনিটে ফ্রি কিক থেকে বল জালে জড়ান রামোস। তার লক্ষ্যভেদে ৫২৮ দিন পর আবারও ফ্রি কিকে গোল পেয়েছে রিয়াল।

রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পর থেকে ডেড বলে ভীষণ ভুগছে মাদ্রিদের ক্লাবটি। টোনি ক্রুস, লুকা মদরিচ ও গ্যারেথ বেল থাকার পরও সুবিধা করতে পারছে না। শেষ পর্যন্ত সফল হলেন রামোস। ২০১৯ সালের জানুয়ারিতে রিয়াল বেতিসের বিপক্ষে রিয়ালের হয়ে সবশেষ ফ্রি কিকে গোল করেছিলেন দানি সেবালোস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন