X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

দেশের ফুটবলের উন্নয়নে নাসিরউদ্দিনের পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২০, ১৭:২৬আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৭:২৬

জাতীয় দলের ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী জাতীয় দল তো আছেই, ঘরোয়া ফুটবলেও বাংলাদেশের খেলোয়াড়দের অবস্থা খুব একটা সুবিধার নয়। মানসম্মত ফুটবলারদের ঘাটতি যে আছে, সেটা বলাটা ভুল হবে না। জাতীয় দলের ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরীও মানছেন তা। তবে সারাদেশে নিয়মিত খেলা চললে এই সংকট আর থাকবে না বলে মনে করছেন তিনি।

চট্টগ্রাম থেকে উঠে এসে দেশের ফুটবলে শীর্ষ পর্যায়ে অনেকদিন ধরে খেলছেন নাসিরউদ্দিন। ক্লাব কিংবা জাতীয় দলে সুনামের সঙ্গে খেলে যাওয়া এই ডিফেন্ডারের বক্তব্য, ‘বর্তমানে বিভিন্ন লিগ ও বয়সভিত্তিক দলে খেলোয়াড়রা নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে। এই লিগগুলো অব্যাহত রাখতে হবে, যাতে করে আমাদের জাতীয় দল এবং অন্যান্য বয়সভিত্তিক দলগুলো ফুটবল সংকটের মুখোমুখি না হয়।’

নিজের জেলা চট্টগ্রামের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, ‘চট্টগ্রাম ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও অন্যান্য লিগে চালিয়ে যাওয়ায় চট্টগ্রামের অনেক ফুটবলার জাতীয় দলসহ বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পাচ্ছে। আমি আশা করি দেশের অন্য ৬৩ জেলা বা ডিএফএ একই উদ্যোগ নেবে।’

যত বেশি প্রতিযোগিতা হবে, তত বেশি খেলোয়াড়ের জোগান বাড়বে বলে মনে করছেন আবাহনী ডিফেন্ডার, ‘নিজ নিজ জেলায় প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ লিগ শুরু হলে আমরা আরও খেলোয়াড় পাবো। এখান থেকে উঠে আসবে ভালো খেলায়াড়। দিনশেষে জাতীয় দল এবং আমাদের ফুটবল উপকৃত হবে।’

সঙ্গে যোগ করেছেন, ‘অনেক ভলো দল ও ক্লাব বিপিএলে আছে, খেলোয়াড়রা আর্থিকভাবে লাভবান হচ্ছে, যা আমাদের তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করছে। তারা ফুটবলের প্রতি উৎসাহী হচ্ছে। আসলে আমাদের খেলোয়াড়দের আগ্রহের অভাব নেই, বাকিটা ডিএফএকে করতে হবে। তারা যদি এগিয়ে আসে এবং ফুটবলকে নিয়ে নানা উদ্যোগ অব্যাহত রাখে, তাহলে আমার বিশ্বাস দেশের ফুটবল অনেক এগিয়ে যাবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
৩ তারিখের আগেই নারী কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি হেফাজতের
৩ তারিখের আগেই নারী কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি হেফাজতের
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
গাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ
নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপগাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ