X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রামোস ফিরছেন তাই ‘ভয়’ বার্সেলোনা কোচের

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২০, ১৪:৪৯আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৪:৫৩

রামোস ফিরছেন তাই ‘ভয়’ বার্সেলোনা কোচের রিয়াল মাদ্রিদের কতটা জুড়ে আছেন সের্হিয়ো রামোস, সেটি আরেকবার স্পষ্ট হয়েছে শাখতারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে। তিনি ছিলেন না, রিয়ালকেও হারতে হয়েছে। এল ক্লাসিকোতে এই ডিফেন্ডারের ফেরা মাদ্রিদের ক্লাবটির কতটা শক্তি বাড়াচ্ছে, বলার প্রয়োজন আছে কি? অন্যদের কথা বাদ দিন, খোদ বার্সেলোনা কোচই বুঝতে পারছেন রামোসের গুরুত্ব। তাতে আরও দুশ্চিন্তা ভর করেছে রোনাল্ড কোম্যানের মনে!

ক্রিস্টিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পর রিয়ালের সবচেয়ে কার্যকরী খেলোয়াড় রামোস। রক্ষণ তো আছেই, ওপরে উঠে আক্রমণেও গতি বাড়াচ্ছেন। সেই তার এল ক্লাসিকো ম্যাচে না থাকা কথা চিন্তাই করা যায় না। কাদিজের বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি স্প্যানিশ অধিনায়ক। তবে সুস্থ হয়ে বার্সেলোনা ম্যাচের আগে ফিরেছেন স্কোয়াডে।

আজকের (শনিবার) মহারণের আগে মোটেও ভালো অবস্থানে নেই রিয়াল। ঘরের মাঠে টানা দুই হারে ভীষণ চাপে কোচ জিনেদিন জিদান। নবাগত কাদিজের কাছে ১-০ গোলে হারের পর চ্যাম্পিয়নস লিগে শাখতার দনেৎসস্কের বিপক্ষে হারতে হয়েছে ৩-২ গোলে। তবে রামোস ফিরে আসায় মাদ্রিদের অভিজাতদের চেহারা পাল্টে যাবে বলে মনে করছেন বার্সেলোনা কোচ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোম্যান জানিয়েছেন, ন্যু ক্যাম্পের ম্যাচে মাদ্রিদকে প্রভাবিত করতে যাচ্ছেন রামোস, ‘গত কয়েক ম্যাচের মতো এই ম্যাচে কোনও জায়গা ছাড়বে না তারা (রিয়াল)। আমরা আরও আঁটসাঁট রিয়ালের মুখোমুখি হতে যাচ্ছি। তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ওখানে রামোস আছে। সে অন্যতম সেরা সেন্টার ব্যাক এবং মাঠে তার অসাধারণ ব্যক্তিত্ব ফুটে ওঠে। শনিবারের ম্যাচে মাদ্রিদকে প্রভাবিত করবে রামোস।’

লিগের সবশেষ দুই ক্লাসিকোতে গোল করতে পারেননি বার্সেলোনা। ন্যু ক্যাম্পের ম্যাচটিতে যদি জাল খুঁজে না পায়, তাহলে ১৯৫৮ সালে গড়া লজ্জার রেকর্ডে ভাগ বসাবে টানা তিন ক্লাসিকো গোলহীন থেকে!   

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড