X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

মেসির ওই সতীর্থ আবারও খেলতে চান বাংলাদেশে

তানজীম আহমেদ
২৬ জানুয়ারি ২০২১, ১৪:১৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৪:১৮

এক ম্যাচ খেলেই ফুটবল ভক্তদের মন জয় করে নিয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোস। এএফসি কাপে বসুন্ধরা কিংসের হয়ে হ্যাটট্রিকসহ গোল পেয়েছিলেন চারটি, মালদ্বীপের স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে এএফসি কাপ বাতিল হওয়াতে এরপর আর তার ঢাকায় খেলা হয়নি। ইতালির চতুর্থ ডিভিশন ক্লাব এফসি মেসিনোতে যোগ দিয়েছিলেন তিনি। অবশ্য সেখানে কোনও ম্যাচ না খেলেই সম্পর্ক ছিন্ন হয়। এখন আবারও লিওনেল মেসির একসময়ের সতীর্থ (২০১২ সালে একসঙ্গে খেলেছিলেন) বার্কোস বাংলাদেশে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। খেলতে চান পুরনো ক্লাব বসুন্ধরাতেই।

গত বছরের ডিসেম্বর পর্যন্ত বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি ছিল বার্কোসের। কিন্তু পারিবারিক কারণে গত অক্টোবরে বসুন্ধরা ছাড়তে হয়েছে আর্জেন্টাইন স্ট্রাইকারকে। বার্কোসের পেছনে বসুন্ধরার ব্যয়ও কম হয়নি। এক ম্যাচের জন্য ৩ কোটি টাকার ওপরে খরচ করতে হয়েছে তাদের।

ঢাকা থেকে ইতালির সিরি ‘ডি’ ক্লাব এফসি মেসিনোতে যোগ দিয়েছিলেন বার্কোস। সেখানে দুই মাসের বেশি থাকেননি। খেলতে পারেননি কোনও ম্যাচ। নতুন করে বাংলাদেশে খেলার আগ্রহের কথা জানিয়ে বাংলা ট্রিবিউনকে বার্কোস বলেছেন, ‘বাংলাদেশে আবারও খেলতে চাই আমি, বসুন্ধরা কিংসে। দ্বিতীয় পর্ব কিংবা এএফসি কাপে হলেও। এখন আমি মুক্ত আছি। ইতালির ক্লাবটিতে নেই। সেই ক্লাবটি আমার পছন্দ হয়নি। তাই ছেড়ে দিয়েছি। ওখানে কোনও ম্যাচ খেলতে পারিনি।’

বাংলাদেশে থাকতে জেনেছেন এখানে ম্যারাডোনা-মেসির সুবাদে আর্জেন্টিনা তথা সেই দেশের খেলোয়াড়দের জনপ্রিয়তা কম নয়। সমর্থকদেরও কমতি নেই। তাই এবার সুযোগ পেলে আবারও লাতিন ঝলক দেখাতে চাইছেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার, ‘বাংলাদেশকে আমি পছন্দ করি। সবশেষ এএফসি কাপে মাত্র একটি ম্যাচ খেলেছি। বাংলাদেশে অনেক আর্জেন্টাইন ভক্ত আছে। সেটা আমি জানি। ভবিষ্যতে সুযোগ পেলে ক্লাব ফুটবলে আরও গোল করতে চাই।’

বসুন্ধরা ছাড়ার সময় গুঞ্জন ছিল, তার পরিবার এখানে থাকতে আগ্রহী নয়। যে কারণে বার্কোস ইতালির ক্লাবে যোগ দিয়েছিলেন। তবে এবার পরিবার থেকেই ঢাকায় ফেরার সায় পেয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৪ ম্যাচ খেলা বার্কোস, ‘এখন আমার পরিবার ঢাকায় খেলতে বলেছে। তাদের কোনও সমস্যা নেই। তবে কখন খেলতে পারবো বলতে পারছি না।’

বার্কোসের জায়গায় বসুন্ধরা তার স্বদেশি রাউল বেসেরাকে নিয়েছে। সামনে তাদের এএফসি কাপ রয়েছে। এছাড়া রয়েছে লিগের দ্বিতীয় পর্ব। তাই নতুন করে ঢাকার ফুটবলে বার্কোসকে দেখতে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল