X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মেসির জোড়ায় বার্সেলোনা ৩৬ এলচে ০

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৩

অগোছালো প্রথমার্ধের ইঙ্গিত মোটেও ভালো ছিল না। সুযোগ নষ্টের দৃশ্যগুলো কাদিজের বিপক্ষে আগের ম্যাচের কথাই স্মরণ করিয়ে দিচ্ছিলো। তবে এলচের বিপক্ষে ভুল করেনি বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোল ও জোর্দি আলবার লক্ষ্যভেদে ঘরের মাঠে কাতালানরা পেয়েছে ৩-০ গোলের জয়। স্কোরশিট ‘ক্লিন’ রেখে এলচের বিপক্ষে গোল না খাওয়ার রেকর্ডটা আরও বাড়িয়ে নিলো বার্সেলোনা। দুই দলের মুখোমুখি সবশেষ ১২ ম্যাচে বার্সেলোনা ৩৬ গোল দিলেও এলচে একবারও বল জালে জড়াতে পারেনি।

লিগের আগের ম্যাচে ঘরের মাঠে এগিয়ে গিয়েও জিততে পারেনি বার্সেলোনা। বুধবারও তারা নেমেছিল ন্যু ক্যম্পে। এবার অবশ্য স্বস্তির জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রোনাল্ড কোম্যানের দল। ২৪ ম্যাচ শেষে কাতালানদের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আর এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৫।

ন্যু ক্যাম্পের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে এলচের বিপক্ষে এগিয়ে যেতে সময় লাগেনি বার্সেলোনার। আর ত্রাতা সেই মেসিই। দারুণ ফুটবলে ক্ষীপ্রগতিতে এগিয়ে এসে বার্সা অধিনায়ক পাস দেন বক্সে থাকা মার্টিন ব্র্যাথওয়েটকে। এই ডেনিশ ফরোয়ার্ডের বুদ্ধিদীপ্ত রিটার্ন পাস থেকে বল জালে জড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৬৮ মিনিটে আবার গোল উদযাপন করেন মেসি। তবে এই গোলের কৃতিত্ব বেশি পাবেন ফ্রেঙ্কি ডি ইয়ং। পেদ্রির কাছ থেকে বল পেয়ে দৌড়ে এলচের বেশ কয়েকজন খেলোয়াড়কে পেছনে ফেলে ডাচ মিডফিল্ডার বক্সে ঢুকে ক্রস করেন এগিয়ে আসা মেসির দিকে। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী একটু সময় নিয়ে ঠাণ্ডা মাথায় বল জড়িয়ে দেন জালে।

৭৩ মিনিটে এই মেসিই ছিলেন আবার গোলের উৎস। তার বাড়ানো লম্বা বল ব্র্যাথওয়েটের হেড হয়ে আসে জোর্দি আলবার কাছে। স্প্যানিশ ফুলব্যাক বাইসাইকেল কিকের মতো করে বল জড়িয়ে দেন জালে।

৩-০ গোলের জয়ে বার্সেলোনা আরেকবার গোলহীন রাখলো এলচেকে। সবশেষ ১২ ম্যাচে এলচে কোনও গোল পায়নি কাতালানদের বিপক্ষে, বিপরীতে এই সময়ে বার্সেলোনা করেছে ৩৬ গোল। এলচে সবশেষ বার্সেলোনার বিপক্ষে জাল খুঁজে পেয়েছিল সেই ১৯৭৮ সালে। ৫-১ গোলে হারলেও একবার লক্ষ্যভেদ করেছিলেন দলটির মার্সেলো ত্রোবিয়ানি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড