X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বাসের জানালা ভেঙেও রিয়ালের সেমির পথ আটকাতে পারেনি ইংলিশরা

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২১, ০৪:৫০আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ০৪:৫০

অ্যানফিল্ডে আসার সময় রিয়াল মাদ্রিদের বাসে আক্রমণ করে বসেছিল লিভারপুল সমর্থকগোষ্ঠীর একটি অংশ। এতে জানালার কাচও ভেঙে যায়। বাইরের এই পরিস্থিতি মাঠের খেলাতে করিম বেনজেমা-টনি ক্রুসদের মনোবলে এতটুকু চিড় ধরাতে পারেনি। সমর্থকরা বাসের জানালা ভাঙলেও মাঠে লিভারপুল ভাঙতে পারেনি রিয়ালের রক্ষণ। তাই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে লস ব্লাঙ্কোসরা।

বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করেছে রিয়াল-লিভারপুল। তাতে দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় রিয়াল নিশ্চিত করেছে সেমিফাইনালে। শেষ চারের লড়াইয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আরেক ইংলিশ জায়ান্ট চেলসি।

অন্যদিকে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি সিগনাল ইডুনা পার্কে দ্বিতীয় লেগে ২-১ গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। দুই লেগ মিলিয়ে ৪-২ অগ্রগামিতায় প্রথমবারের মতো গার্দিওয়ালার অধীনে দলটি সেমিফাইনালে নাম লিখিয়েছে। ইউরোপসেরা প্রতিযোগিতার ফাইনালে ওঠার পথে ম্যানসিটির প্রতিপক্ষ নেইমারদের প্যারিস সেন্ত জার্মেই।

অ্যানফিল্ডে রিয়াল-লিভারপুল দুই দলই ৪-৩-৩ ফর্মেশনে দল সাজিয়েছিল। ম্যাচের প্রথমার্ধে বল পজেশনে প্রায় সমানে সমান দুই দল। তবে লিভারপুল নিজেদের মাঠে সুযোগ একটু বেশি পেয়েছে। কোনও সময় রিয়ালের গোলকিপার থিবো কোর্তোয়া ছিলেন ত্রাতা, আবার মোহামেদ সালাহ-সাদিও মানেরা সুযোগ নষ্ট করেছেন।

ম্যাচের দ্বিতীয় মিনিটে আক্রমণে ইয়ুর্গেন ক্লপের দল। মানের পাস থেকে সালাহ বক্সের ভেতরে ফাঁকায় পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। গোলকিপার কোর্তোয়া পা দিয়ে রুখে দিলে গোল হয়নি। ১১ মিনিটে জেমস মিলনারের শট বক্সের বাইরে থেকে রিয়াল গোলকিপার লাফিয়ে উঠে ডান হাত দিয়ে কোনোমতো রুখে দেন।

করোনাভাইরাসের প্রকোপ ও চোটের জন্য পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারেননি জিনেদিন জিদান। নিয়মিত পছন্দের পাঁচ খেলোয়াড়- অধিনায়ক সের্হিয়ো রামোস, রাফায়েল ভারান, দানি কারভাহাল, লুকাস ভাসকেস ও এডেন হ্যাজার্ড নেই। তবে একটু গুছিয়ে উঠে ২০ মিনিটে প্রায় গোল পেয়েই বসেছিল রিয়াল মাদ্রিদ। তবে বেনজেমার শট পোস্টের নিচে লেগে ফিরে আসলে হতাশ হতে হয়।

প্রথমার্ধের শেষের দিকে আবার লিভারপুলের দাপট দেখা গেছে। ৩৮ মিনিটে মানে পা ছোঁয়াতে পারেননি। মিনিট দুয়েক পর সালাহর শট লক্ষ্যভ্রষ্ট হয়। খানিক পর আবার জর্জিনিয়ো উইনাল্ডামের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি অল রেডদের।

বিরতির পরও দুই দল কম চেষ্টা করেনি। কিন্তু এই অর্ধেও কোনও গোল আসেনি। ৪৭ মিনিটে লিভারপুলের রবের্তো ফিরমিনোর শট গোলকিপার কোর্তোয়া রুখে দেন। ৬৬ মিনিটে আগের লেগে জোড়া গোল করা ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। তার সহজ সুযোগ নষ্টের পর ৮১ মিনিটে বেনজেমার হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশার আরও বাড়ে।

শেষ পর্যন্ত গোলশূন্য স্কোরলাইন রাখলেও ঘরের মাঠের প্রথম লেগের জয় সেমিফাইনালে তুলে দেয় রিয়ালকে। বিপরীতে শেষ আটেই থামতে হয়েছে লিভারপুলকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে