X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মেসির রেকর্ড গড়া বুট নিলামে

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২১, ১৬:০১আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৬:০১

রেকর্ড তার পায়ে গড়াগড়ি খায়। প্রায় ম্যাচেই তার পায়ে জন্ম নেয় নতুন কোনও রেকর্ড। তবে গত বছরের শেষ দিকে পেলের রেকর্ড ভেঙে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার কীর্তি লিওনেল মেসির কাছে অনন্য। যে বুট জোড়া পরে রেকর্ডটি গড়েছিলেন মেসি, সেটি মহৎ কাজে তোলা হয়েছে নিলামে।

মুসেউ নাসিওনাল দি’আর্ট দে কাতালুনিয়ায় (এমএনএসি) বুট জোড়া দান করেছিলেন মেসি। তারাই রেকর্ড গড়া বুটের নিলাম পরিচালনা করবে। উদ্দেশ্য বার্সেলোনার ভল হেবরন ইউনিভার্সিটি হাসপাতালের আর্ট অ্যান্ড হোল প্রজেক্টের উন্নয়নে অর্থ সংগ্রহ। মহৎ এই উদ্যোগে তোলা হয়েছে পেলের রেকর্ড ভাঙা মেসির সেই বুট জোড়া।

গত বছরের ২২ ডিসেম্বর রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে গোল করে কীর্তিটি গড়েছিলেন মেসি। পেয়েছিলেন বার্সেলোনা জার্সিতে ৬৪৪ গোল, যা নির্দিষ্ট কোনও ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। এর আগে রেকর্ডটি দখলে রেখেছিলেন পেলে। সান্তোসের হয়ে ফুটবলের রাজা করেছেন ৬৪৩ গোল।

সেই বুট জোড়া নিলামে তোলা প্রসঙ্গে মেসি বলেছেন, ‘একই ক্লাবের হয়ে ৬৪৪ গোল করার রেকর্ড অর্জন করাটা আমার কাছে খুব আনন্দে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর মাধ্যমে শিশুদের স্বাস্থ্য উন্নয়নে কিছু করার সুযোগ হচ্ছে। আশা করছি, এই নিলামের মাধ্যমে আরও অনেকের মধ্যে এই উপলব্ধি জন্মাবে। গুরুত্বপূর্ণ এই কাজে আমাকে সমর্থন করা সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

আশা করা হচ্ছে, মেসির রেকর্ড গড়া বুট জোড়ার দাম উঠবে ৬০ হাজার ইউরো থেকে ৮০ হাজার ইউরো।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলায় ভোটের প্রস্তুতি, কেন্দ্রে কেন্দ্রে গেলো সরঞ্জাম
উপজেলায় ভোটের প্রস্তুতি, কেন্দ্রে কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট