X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শিরোপা হাতছাড়ার পর এবার অন্য শঙ্কায় রোনালদোরা

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২১, ১২:০৭আপডেট : ১০ মে ২০২১, ১২:০৭

মৌসুমটা ভুলে যেতে চাইবে জুভেন্টাস। টানা দশম সিরি আ শিরোপার খোঁজে ছিল তারা। কিন্তু এখন লিগ শিরোপা তো হাতছাড়া হয়েছেই। শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগটাও পড়ে গেছে শঙ্কায়। উল্টো চার থেকে তাদের ছিটকে দিয়ে ২০১৪ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্নে বিভোর এসি মিলান। তারা জুভেন্টাসকে হারিয়ে দিয়েছে ৩-০ গোলে!

লিগ টেবিলের অবস্থা এখন এমন- ৩৫ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে এসি মিলান। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চারে নাপোলি। ৬৯ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে জুভেন্টাস। তাদের ম্যাচ এখনও বাকি তিনটি। যার মধ্যে আবার শিরোপাজয়ী ইন্টারের সঙ্গে ম্যাচও রয়েছে। এই অবস্থায় বাকিদের পয়েন্ট হারানোর আশায় থাকতে হচ্ছে জুভেন্টাসকে!

ম্যাচের শুরুতে প্রথমার্ধের আগেই গোল হজম করেছে জুভেন্টাস। ব্রাহিম দিয়াজের বাঁকানো শটে সফরকারীরা স্কোর করে ১-০। ৫৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ ছিল মিলানের। কিন্তু দুর্ভাগ্য, পেনাল্টি থেকে নেওয়া ফ্র্যাঙ্ক কেসির শট রুখে দেন জুভেন্টাস গোলকিপার।

তাই বলে এমন মিস তাদের বিপদ ডেকে এনেছে এমন নয়। ১২ মিনিট বাদেই ব্যবধান বেড়ে যায় মিলানের। বদলি খেলোয়াড় রেবিচের দারুণ এক গোলে স্কোর হয়ে যায় ২-০। চার মিনিট বাদে জুভেন্টাসকে ম্যাচ থেকে ছিটকে দেন চেলসি থেকে লোনে খেলতে আসা ডিফেন্ডার তোমোরি। তার হেড করা গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০।

পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিল জুভেন্টাস। জর্জিও কিয়েলিন্নির এক হেড ছাড়া আর কোনও সুযোগই তারা তৈরি করতে পারেনি। প্রাণভোমরা রোনালদো ছিলেন আরও বিবর্ণ!

এদিকে লিগ ওয়ানে শিরোপা জয়ের পথে বড় ধাক্কা খেলো পিএসজি। রেনের সঙ্গে তারা ড্র করেছে ১-১ গোলে। পয়েন্ট ভাগাভাগির ফলে শীর্ষে থাকা লিল ৩ পয়েন্টে এগিয়ে থাকার সুযোগ পেয়েছে। লিগের ম্যাচ এখনও বাকি দুটি। ৩৬ ম্যাচে লিলের পয়েন্ট ৭৯। সমান ম্যাচে পিএসজির অর্জন ৭৬।

/এফআইআর/
সম্পর্কিত
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
অপেক্ষা আরও বাড়লো পিএসজির  
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ