X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ম্যাচের জন্য বাংলাদেশের গরমকে আদর্শ মানছেন ফুটবলাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ২০:৪৭আপডেট : ১৭ মে ২০২১, ২০:৪৭

প্রচণ্ড গরমের মধ্যেই অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। তীব্র গরমে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই ঘণ্টার মতো ঘাম ঝরিয়েছেন জামাল ভূঁইয়ারা। তবে ঢাকার এমন কন্ডিশনে অনুশীলন করার মধ্যেও ইতিবাচকতা খুঁজে নিচ্ছেন ফুটবলাররা। বিশেষ করে এই অনুশীলন কাজে লাগবে কাতারের মতো উষ্ণ প্রধান দেশে। যেখানে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কাতারের কন্ডিশন বিবেচ্য বিষয় বলেই সোমবার শিষ্যদের নিয়ে একটানা অনুশীলন করে গেছেন জেমি ডে। জাতীয় দলের দুই ফুটবলার মাহবুবুর রহমান সুফিল ও মানিক হোসেন মোল্লাও মনে করছেন, এই গরম অনুশীলনের জন্য আদর্শ।

ফরোয়ার্ড সুফিল অনুশীলন নিয়ে বলেছেন, ‘আমি মনে করি এই গরমে অনুশীলন করলে আমাদের জন্য ভালো হবে, উপকৃত হবো আমরাই। কেননা কাতারে আরও বেশি গরম হবে, ওখানে বাতাসটা গরম বেশি থাকে। এ কারণে মনে হচ্ছে, এখানে এই আবহাওয়ায় অনুশীলনটা কাজে দেবে।’

তীব্র গরমেও ইয়ো ইয়ো টেস্টে ভালো করছেন তারা। টার্গেট পূরণ হওয়ায় কোচও সন্তুষ্ট বলে জানালেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার, ‘ক্যাম্পে যোগ দিয়ে সবাই খুশি। সবাই ফিট আছে, কঠোর অনুশীলন হচ্ছে। তিনি (জেমি ডে) আজ একটা লক্ষ্য দিয়েছিলেন- ইয়ো ইয়ো টেস্টে ২৫ এর বেশি পেতে হবে। এটা হলেই কোচ খুশি হয়। আমরা পেরেছি।’

গরম নিয়ে একই প্রতিক্রিয়া ডিফেন্সিভ মিডফিল্ডার মানিক হোসেন মোল্লারও। সে জন্য চট্টগ্রাম আবাহনীর এই মিডফিল্ডার চাইছেন বাছাইপর্বের ম্যাচের আগের নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নিতে, ‘কাতারে অনেক গরম। এখন আমাদের দেশেও একই অবস্থা। সে জন্য এখানে এই গরমে অনুশীলন করতে পারলে কাতারে গিয়ে মানিয়ে নিতে আমাদের জন্য সুবিধা হবে।’

নিজেদের ফিটনেস নিয়ে এই তরুণ ফুটবলারের উপলব্ধি, ‘গড়পড়তা সবার ফিটনেস ভালো অবস্থায় আছে। আমাদের হাতে সময় আছে। যদি আরও ভালো অনুশীলন করি। তাহলে আমরা বিশ্বকাপ বাছাইয়ে ভালো করবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের