X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জার্মানির জয়

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২১, ০২:৪৫আপডেট : ২০ জুন ২০২১, ০২:৪৫

ক্রিস্তিয়ানো রোনালদো শুরুতে গোল করে পর্তুগালকে স্বপ্ন দেখাচ্ছিলেন। নক আউটে ওঠার সুবাস পাচ্ছিলো বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারেনি। তিন বারের চ্যাম্পিয়ন জার্মানি ম্যাচে পিছিয়ে থেকে এক পর্যায়ে ঠিকই লাগামটা নিজেদের হাতে তুলে নেয়। রোমাঞ্চকর ম্যাচটিতে জার্মানি ৪-২ গোলে পর্তুগালকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। বিজয়ী দলের চারটি গোলের দুটি এসেছে পর্তুগালের খেলোয়াড়দের সৌজন্যে অর্থাৎ আত্মঘাতী থেকে।

আলিয়াঞ্জ এরিনাতে ‘এফ’ গ্রুপের মহারণ ম্যাচটিতে স্বাভাবিক ভাবে রোনালদোর ওপর স্পটলাইট ছিল। জুভেন্টাস তারকা ঠিকই নিজের কাজ করেছেন। গোল করার পাশাপাশি এসিস্টও আছে একটি। কিন্তু প্রতিপক্ষ যে জার্মানি। গোল খেয়ে যে দ্বিগুণ উদ্যোমে ম্যাচে ফিরতে সময় নেয়নি। শেষ পযন্ত আক্রমণের চাপ ধরে রেখে চার গোল আদায় করে নিয়েছে।

নিজেদের মাঠে ইওয়াখিম ল্যোভের দল প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল। শুরু থেকে আক্রমণের ঢেউ বইতে থাকে পর্তুগালের সীমানায়। মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিয়ে থমাস মুলার-হার্ভাটজ-গোসেন্সরা গোলের জন্য মরিয়া। ৫ মিনিটে তো বল জালে জড়ালেও ভিএআর দেখে তা বাতিল করতে হয়েছে। ১০ মিনিটে হার্ভাটজের শট গোলকিপার রুখে না দিলে তখনই গোল হতে পারতো।

৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জার্মানির জয় তবে জার্মানির আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে পর্তুগাল প্রতি আক্রমণ নির্ভর খেলেছে। ১৫ মিনিটে সুফলও পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মধ্যমাঠ থেকে দৌড়ে এসে ৩৬ বছর বয়সী রোনালদো ফাঁকায় বা পায়ের টোকায় লক্ষ্যভেদ করেন। এসিস্ট করেছিলেন জোতা।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী জুভেন্টাস ফরোয়ার্ডের এখন ইউরোতে গোল এখন ১২টি। যা সর্বোচ্চ।

এক গোলে পিছিয়ে থেকে জার্মানি মোটেও হতোদ্যম হয়নি। ৩৫ ও ৩৯ মিনিটে দুটি গোল করে সেই প্রমানই রেখেছে ইওয়াখিম ল্যোভের দল। অবশ্য দুটি গোল এসেছে আত্মঘাতী থেকে।

৩৫ মিনিটে গোসেন্সের সাইড ভলি থেকে ডিফেন্ডার রুবেন দিয়াস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন! চার মিনিট পর আবারও আত্মঘাতী গোল। ডান প্রান্তের আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন রাফায়েল গুরেইরো!

বিরতির পর অনেকটা পাল্টা-পাল্টি আক্রমণ নির্ভর খেলা হয়েছে। জার্মানির আক্রমণের জবাবে পর্তুগালও কম করেনি। তাই এই অর্ধেও তিনটি গোল দেখেছে দর্শকরা।

৫১ মিনিটে জার্মানি ৩-১ এগিয়ে যায়। গোসেন্সের ক্রস থেকে হার্ভাটজ প্লেসিং করে দেন। ৯ মিনিট পর জার্মানি স্কোরলাইন ৪-১ করে পর্তুগালকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেয়। খিমিচের ক্রসে গোসেন্সের হেডে গোলকিপার পাত্রিসিও পরাস্ত।

যদিও পর্তুগাল এরপর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে। ৬৭ মিনিটে অবশ্য দ্বিতীয় গোলের দেখা পায় ফার্নান্দো সান্তোষের দল।

৭৮ মিনিটে সানজেসের শট পোস্টে লেগে ফিরে আসলে পর্তুগালকে আক্ষেপই করতে হয়েছে। শেষ পর্যন্ত ৪-২ স্কোরলাইন রেখে রোনালদোদের হারিয়ে প্রথম জয় নিশ্চিত করেছে জার্মানি।

এখন গ্রুপে জার্মানি ও পর্তুগালের পয়েন্ট সমান ৩ করে। তাই ‘এফ’ গ্রুপ থেকে কোন দুটি দল নক আউট পর্বে যাবে তা নির্ধারণ হবে শেষ ম্যাচেই।

 

/টিএ/এফএএন/
সম্পর্কিত
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
অপেক্ষা আরও বাড়লো পিএসজির  
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে