X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আর্জেন্টাইন-ব্রাজিলিয়ানকে ছাপিয়ে আলো কাড়লেন এক নাইজেরিয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ১৯:৫২আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৯:৫২

নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউর গোলে চট্টগ্রাম আবাহনী শুরুতে এগিয়ে গিয়েছিল। গোল শোধে বসুন্ধরা কিংস কম চেষ্টা করেনি। সুবর্ণ সুযোগটি নষ্ট করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার বেসেরা। পেনাল্টি পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। পরে ব্রাজিলিয়ান রবিনিয়ো ম্যাচে সমতা ফেরালেও শেষ রক্ষা হয়নি বসুন্ধরার। সেই ম্যাথিউ শেষ দিকে এসে আবারও গোল করে জিতিয়েছেন চট্টগ্রাম আবাহনীকে।

রবিবার চট্টগ্রামের দলটির কাছে ২-১ গোলে হেরেছে কিংস। এরই সঙ্গে এবারের মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ নিতে হলো অস্কার ব্রুজনের দলকে। তবে হারে শীর্ষস্থান থেকে টলানো যায়নি কিংসকে। ১৮ ম্যাচে প্রথম হারে আগের ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বেসেরা-রবিনিয়োরা। চট্টগ্রাম আবাহনী ১৮ ম্যাচে ৯ম জয়ে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

প্রথমার্ধেই আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শুরুতে কিংসের রক্ষণে চাপ দিতে থাকে চট্টগ্রাম আবাহনী। কিন্তু সফল হতে পারেনি।

বরং প্রথম ভালো সুযোগ পায় কিংস।১৩ মিনিটে আর্জেন্টাইন বেসেরার শট লক্ষ্যভ্রষ্ট হলে গোল পাওয়া হয়নি।

দুই মিনিট পর আরেকটি সুযোগ নষ্ট হয় কিংসের। বিপলু আহমেদেরে আড়াআড়ি ক্রসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়োর শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

প্রথমার্ধের শেষ দিকে চট্টগ্রাম আবাহনী আবারও সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে। ৩৫ মিনিটে মানিক মোল্লার ক্রস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন রাকিব। শেষ মুহূর্তে তার বাড়ানো কাট ব্যাকে ঠিকঠাক শট নিতে পারেননি ব্রাজিলিয়ান গুলের্মে।

চার মিনিট পর সমর্থকদের মুখে হাসি ফোঁটায় চট্টগ্রাম আবাহনী। ডান দিক দিয়ে বক্সে ঢুকে নাসিরুল থ্রু পাস বাড়ান চিনেদু ম্যাথিউয়ের উদ্দেশ্যে। নাইজেরিয়ান এই ফরোয়ার্ড নিখুঁত শটে পরাস্ত করেন গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে কিংসকে সমতায় ফেরানোর সুযোগ নষ্ট করেন বেসেরা। ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন বল!

৮৬ মিনিটে কিংস শিবিরে স্বস্তি ফিরিয়েছিলেন রবিনিয়ো। কিন্তু সেটি উড়ে যায় পরের মিনিটেই। পাল্টা আক্রমণে ওঠা ম্যাথিউ শুরুতে ফের্নান্দেসকে ছিটকে দেওয়ার পর ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জড়িয়ে দেন জালে।

আর তাতেই জয় নিশ্চিত হয় চট্টগ্রাম আবাহনীর। আর্জেন্টিনা-ব্রাজিলিয়ানকে ছাপিয়ে ম্যাচসেরাও হন নাইজেরিয়ান ম্যাথিউ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস