X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে জামালদের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৯:০২আপডেট : ১৯ জুলাই ২০২১, ২০:৪১

সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচের শেষ দিকে এসে এক পয়েন্ট পাওয়ার সম্ভাবানাও তৈরি করেছিল। কিন্তু তখনও যে নাটক দেখার বাকি ছিল ম্যাচটায়! ফ্রি-কিক থেকে গোল করে আরামবাগকে হারিয়ে দিয়েছেন জামাল ভূঁইয়া। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচ সাইফ জিতেছে ৪-৩ ব্যবধানে।

সাইফ ১৮ ম্যাচে নবম জয়ে ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। আরামবাগ এক ম্যাচ কম খেলে ১৪ হারে ৫ পয়েন্ট নিয়ে তলানিতেই আছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার প্রথমার্ধে দুইদলের স্কোরলাইন ১-১ ছিল। ম্যাচের ৩০ মিনিটে জামালের এসিস্টে আরিওচুকু প্রথমে লক্ষ্যভেদ করেন। ৭ মিনিট পরই ম্যাচে সমতা নিয়ে আসে আরামবাগ। লক্ষ্যভেদ করেন আব্দুকাদাইরভ।

অবশ্য এই অর্ধ দেখে বোঝা যায়নি সব রোমাঞ্চ জমা রয়েছে দ্বিতীয়ার্ধে। বিরতির পর গোল হয়েছে আরও ৫টি। আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠে খেলা। বিশেষ করে শেষ ১৬ মিনিটেই হয়েছে ৫ গোল! মারাজ হোসেন সাইফকে এগিয়ে নেন ৭৪ মিনিটে। ফয়সাল আহমেদ ফাহিম স্কোরলাইন ৩-১ করেন ৭৬ মিনিটে এসে। আরামবাগ ম্যাচে ফেরার চেষ্টা করে সফলও হয় তার পর। ৭৮ মিনিটে খোলমারদভ পেনাল্টি থেকে ব্যবধান কমিয়ে এনে স্কোর ৩-২ করেন। ৮৪ মিনিটে আরাফাত মিয়া লক্ষ্যভেদ করে ৩-৩ স্কোরলাইনে দলকে পয়েন্ট এনে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু ৮৭ মিনিটে তাদের স্তব্ধ করে দিয়েছেন জামাল ভূঁইয়া। দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে জাল কাঁপিয়ে সাইফের তিন পয়েন্ট নিশ্চিত করেন এই মিডফিল্ডার।

একই মাঠে দিনের অন্য ম্যাচে শেখ জামাল ২-০ গোলে শেখ রাসেলকে হারিয়েছে। বিজয়ী দলের সুলায়মান সিল্লাহ ও পা ওমর জোবে গোল দুটি করেন। শফিকুল ইসলাম মানিকের দল ১৭ ম্যাচে ১১তম জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ওঠে এসেছে। সমান ম্যাচে শেখ রাসেল সপ্তম হারে আগের ২৭ পয়েন্টে সপ্তম স্থানেই আছেই।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি