X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সাফের ফাইনাল খেলবে, প্রত্যাশা কাজী নাবিলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯

আগামী ১ অক্টোবর থেকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। মালদ্বীপের রাজধানী মালেতে হবে পাঁচ দেশ নিয়ে এই প্রতিযোগিতা। এবার গ্রুপ পর্ব না হয়ে প্রতিটি দল একে অন্যের সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। মালদ্বীপের সাফে বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশা কম নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের প্রত্যাশা, এবার ফাইনালে খেলবে বাংলাদেশ।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হতে যাচ্ছে। তার আগে আজ (বুধবার) বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন কাজী নাবিল। প্রসঙ্গ, সাফ চ্যাম্পিয়নশিপ।

সভা শেষে বাংলা ট্রিবিউনকে কাজী নাবিল বলেছেন, ‘সভাপতির সঙ্গে কথা হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে। ক্যাম্প শুরু করাসহ অন্যান্য বিষয়ও ছিল। আগামী শুক্রবার আমরা নিজেরাই সভায় বসবো।’

আপাতত ২১ সেপ্টেম্বর ক্যাম্প শুরু হলেও প্রাথমিকভাবে ৩৪ জন খেলোয়াড়কে ডাকা হতে পারে। কাজী নাবিলের কথায়, ‘আপাতত ক্যাম্পে সবাইকে ডাকা হবে। এরপর দল কমানো হবে। প্রস্তুতি হবে ঢাকাতেই।’

মালদ্বীপে দল ভালো করবে, খেলবে ফাইনাল- সভাপতির সঙ্গে আলোচনা শেষে এমনটিই প্রত্যাশা করছেন কাজী নাবিল, ‘কিরগিজস্তানে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এর আগে নেপালে খেলা হয়েছে। সারা বছর সবাই খেলার মধ্যে ছিল। খেলোয়াড়রা ফিট আছে। আশা করছি সাফে আমরা ফাইনাল খেলতে পারবো।’

বাফুফের এই কর্তার এমন প্রত্যাশার পেছনে রয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি। ঘরোয়া ফুটবলের পাশাপাশি দেশের বাইরে গিয়ে একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা।

নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলেকে বাংলাদেশ দলে খেলানোর জন্য সব রকম চেষ্টা চলছে। আপাতত ৩৪ সদস্যের দলে নাম উঠেছে তার। ফিফার ছাড়পত্র পেলেই এই স্ট্রাইকারের জন্য জাতীয় দলের দুয়ার উন্মুক্ত হবে। এ প্রসঙ্গে কাজী নাবিল বলেছেন, ‘এলিটা কিংসলের ছাড়পত্র হয়ে গেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার জন্য চেষ্টা করা হচ্ছে।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র