X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ব্রুজনের অধীনে বাংলাদেশ সাফল্য পাবে: কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২

আগামী ২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে। ইংলিশ কোচ জেমি ডে তার দল নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করছিলেন। ঠিক এই সময়ে এসে ডে’কে আগামী দুই মাসের জন্য কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ডে’র জায়গায় বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনের কাঁধে চেপেছে নতুন দায়িত্ব। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের প্রত্যাশা, ব্রুজনের অধীনে জামাল ভূঁইয়ারা সাফল্য পাবে।

আগামী দুই মাসে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি। সাফ চ্যাম্পিয়নশিপ ছাড়াও রয়েছে আরও দুটি প্রতিযোগিতা। অক্টোবরে কুয়েতে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই ও নভেম্বরে শ্রীলঙ্কায় চার জাতি প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ। আজ (শুক্রবার) সভা শেষে কাজী নাবিল বলেছেন, ‘সাফে ফাইনাল খেলার লক্ষ্য। কোচকে (ব্রুজন) টার্গেট নির্ধারণ করে দিয়েছি। আশা করছি ফল ভালো হবে।’

ব্রুজনের নিয়োগ নিয়ে বাফুফে সহ-সভাপতির ব্যাখ্যা, ‘গত দুই বছরে ব্রুজনের ফল সবচেয়ে ভালো। ফেডারেশন কাপ ও লিগে। বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে তার অভিজ্ঞতা আছে। তার নিজস্ব খেলোয়াড় ও প্রতিপক্ষের খেলোয়াড় সম্পর্কে অভিজ্ঞতা আছে, সব সম্পর্কে। সেই ভিত্তিতে বাছাই করেছি তাকে।’

এই দুই মাসে ডে’র কোনও কাজ থাকবে না। তবে চুক্তি অনুযায়ী সব সুবিধাদি পাবেন। ডে’র অব্যাহতি নিয়ে কাজী নাবিল বলেছেন, ‘নেপাল ও কিরগিজস্তানে দুটি টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম। দুটি টুর্নামেন্টের ফলাফল আশানুরূপ হয়নি। এ নিয়ে আমরা একাধিকবার জেমির সঙ্গে আলোচনা করেছি, কিন্তু তার ব্যাখ্যা আমাদের মনঃপূত হয়নি। এসব বিষয় নিয়ে একাধিকবার আমি সভাপতির (কাজী সালাউদ্দিন) সঙ্গেও কথা বলেছি। সর্বসম্মতিক্রমে আমরা জেমিকে দুই মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। সে-ই দায়িত্ব পালন করবে। অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন দায়িত্ব পালন করবেন।’

জেমি ডে’র দেওয়া আগের ৩৪ জনের জাতীয় দলের তালিকা বাতিল হয়েছে। এখন ব্রুজন নতুন তালিকা করবেন। কোচিং স্টাফও নতুন আসতে পারে। এছাড়া জাতীয় দলের ম্যানেজার পদে সত্যজিত দাশ রুপু আবারও ফিরেছেন।

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ