X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আর নয় খণ্ডকালীন, আসছে স্থায়ী ফুটবল কোচ: কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ২১:৩৭আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:৩৭

জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে জেমি ডে’কে ছুটি দেওয়া হয়েছে। তবে এই ইংলিশ কোচকে আবারও ফিরিয়ে আনার সম্ভাবনা নেই বললেই চলে। তার জায়গায় খণ্ডকালীন কোচ দিয়ে কাজ চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে আগামী জানুয়ারিতে জামাল ভূঁইয়াদের জন্য স্থায়ী কোচ নিয়োগ দিতে চায় এই সংস্থা। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ শনিবার (২৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন।

সাফ চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে কাজ করেছেন বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজন। শ্রীলঙ্কায় আসন্ন চার জাতি প্রতিযোগিতায় দায়িত্ব পেয়েছেন আবাহনী লিমিটেডের মারিও লেমস। খণ্ডকালীন কোচের এই তালিকা আর বড় না করে এবার স্থায়ী কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাফুফে।

জাতীয় টিমস কমিটির সভা শেষে কাজী নাবিল বলেছেন, “জেমি ডে’কে এই মুহূর্তে বাইরে রাখা হচ্ছে। তার সঙ্গে আলোচনা চলছে। কোনও একটা সিদ্ধান্তে আসবো। আজ থেকে দীর্ঘমেয়াদে কোচ নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। অন্তর্বর্তীকালীন কোচ চিরস্থায়ী সমাধান হতে পারে না। আজই কোচ হিসেবে একজনের সিভি এসেছে। জানুয়ারি থেকে যেন কোচ নিয়োগ দিতে পারি সেজন্য আরও কয়েকজনের সিভি চেয়েছি।’

আজকের সভায় মালেতে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা হয়েছে। তবে লাল-সবুজ জার্সিধারীদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেননি কেউ।

কাজী নাবিলের কথায়, ‘সাফে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে সবাই হতাশ। ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা সুযোগটি কাজে লাগাতে পারিনি। এ অভিজ্ঞতা থেকে সামনে খেলার জন্য দলের অনেক কিছু শেখার আছে।’

বাফুফে সহসভাপতি যোগ করেন, ‘যদিও আমাদের দলের ভালো কিছু দেখানোর সুযোগ ছিল। এক-দুটি ম্যাচে ভালো ফলও করেছিল ফুটবলাররা। কিন্তু শেষ দিকে তা ধরে রাখতে পারেনি তারা। তাই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। যেহেতু ফাইনালে যাওয়ার লক্ষ্য ছিল আমাদের।’

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আগামীকাল (২৪ অক্টোবর) রাতে ঢাকায় আসছেন পর্তুগিজ কোচ মারিও লেমস। এরপর সোমবার থেকে শুরু হবে ক্যাম্প। তবে উজবেকিস্তানে অনূর্ধ্ব-২৩ দলের জাতীয় দলের ৬ জন খেলোয়াড় অবস্থান করছেন। ঢাকায় ঠিকভাবে অনুশীলন করতে তাদের জায়গায় নতুনদের নেওয়া হবে বলে জানান বাফুফের এই কর্মকর্তা।

সাফে বাংলাদেশ দল অনেক ফাউল করে খেলেছে। হলুদ ও লাল কার্ড দেখেছে। রেফারিংও বিপক্ষে গেছে। তবে শ্রীলঙ্কা সফরে যেন এমনটি কম হয়, সেজন্য কোচ ও টেকনিক্যাল ডিরেক্টরকে খেলোয়াড়দের নিয়ে আলাদা করে সেশন পরিচালনার নির্দেশনা দিয়েছেন কাজী নাবিল। তার কথায়, ‘খেলোয়াড়রা যেন বুঝতে পারে কোনটি করা যাবে আর কোনটি যাবে না, সেজন্য এই নির্দেশনা।’

আগামী ৮ নভেম্বর থেকে শ্রীলঙ্কায় চার জাতি প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। কাজী নাবিলের আশা, ‘আমাদের জাতীয় দল খেলার মধ্যে আছে। মালদ্বীপ, সেশেলস ও শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আশা করছি, জাতীয় দল দেশের জন্য কিছু একটা নিয়ে আসতে পারবে।’

আবাহনী লিমিটেডের কোচ মারিও লেমসকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘অস্কার ব্রুজনের সঙ্গে কথা হয়েছিল। তিনি জানিয়েছেন, পারিবারিক কারণে থাকতে পারবেন না। তার অন্য ব্যস্ততাও আছে। সেক্ষেত্রে আমাদের চার জাতি প্রতিযোগিতায় কোচের প্রয়োজন। এখন বাইরে থেকে কোচ নিয়ে এলে তার পক্ষে বাংলাদেশকে বোঝা ও খেলোয়াড়দের জানা ছাড়াও প্রতিপক্ষ সম্পর্কে বুঝতে সময় চলে যাবে। তাই বাফুফে সভাপতির পরামর্শে লেমসকে কোচ করা হয়েছে। আশা করছি, তার অধীনে সাফল্য আসবে।’

/টিএ/জেএইচ/
সম্পর্কিত
যশোরে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন কাজী নাবিল এমপি
কঠিন ম্যাচ জিতে বাংলাদেশের মানুষদের ধন্যবাদ দিলেন ফিলিস্তিন কোচ
আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিত: বাংলাদেশ কোচ
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ