X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মেসির কাছে গুরুত্বপূর্ণ হলো, ব্রাজিলের বিপক্ষে হারেনি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২১, ১০:০৪আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১০:০৮

আর্জেন্টিনা ও লিওনেল মেসির শিরোপা খরা কেটেছে এবারের কোপা আমেরিকা জিতে। গত জুলাইয়ে ক্যারিয়ারের প্রথম জাতীয় দলের ট্রফি প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড উঁচিয়ে ধরেছিলেন ব্রাজিলকে হারিয়ে। সেই সেলেসাওদের বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। গোলশূন্য ড্রতে শেষ হয়েছে সুপার ক্লাসিকো। সন্তোষজনক পারফরম্যান্স না হলেও মেসির কাছে গুরুত্বপূর্ণ হলো, ব্রাজিলের কাছে তাদের হারতে হয়নি।

আজ (বুধবার) ভোরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সান হুয়ানের ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে। চোট শঙ্কা কাটিয়ে এই মহারণে পুরো সময় মাঠে ছিলেন মেসি। নিজের বর্তমান অবস্থা জানানোর সঙ্গে ম্যাচ নিয়েও কথা বলেছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।

ঘরের মাঠে ছন্দহীন ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ব্রাজিলের ফুটবলে ছিল না সুর। বিবর্ণ পারফরম্যান্সে তেমন একটা সুযোগই তৈরি করতে পারেনি দুই দল। তবে মেসির কাছে ১ পয়েন্টই সন্তুষ্টির। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আমরা সবসময়ই জানতাম পারবো, তাই চেষ্টা করে গেছি, কিন্তু সফল হয়নি। তারাও (ব্রাজিল) চেষ্টা চালিয়ে গেছে কাউন্টার অ্যাটাক করে। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা হারিনি।’

হাঁটুর সমস্যায় পিএসজির সবশেষ দুই ম্যাচে খেলেননি মেসি। বিশ্বকাপ বাছাইয়ে এসে উরুগুয়ের বিপক্ষে নেমেছিলেন বদলি হয়ে। তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন। বর্তমান অবস্থা সম্পর্কে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি বুঝেশুনে দৌড়ে গতি বাড়িয়েছি। এখানে খেলে বেশ ভালোই ছন্দ খুঁজে পেয়েছি। যদিও এই ধরনের ম্যাচ মোটেও সহজ নয়। আমি ভালো আছি, না হলে তো খেলতাম না।’

ব্রাজিলের সঙ্গে ড্র করে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্টিনা। পয়েন্ট হারালেও লাতিন আমেরিকা অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে মেসিরা। ইকুয়েডরের কাছে চিলি হেরে যাওয়ায় ব্রাজিলের সঙ্গী হয়েছে তারা।

/কেআর/
সম্পর্কিত
বিশ্বকাপ না জিতলে আমি হয়তো জাতীয় দল ছেড়ে দিতাম: মেসি
দুই বছরের জন্য নিষিদ্ধ ব্রাজিলের গাবিগোল
ব্রাজিল ম্যাচকে ‘বিশ্বকাপ সেমিফাইনাল’ মনে করে খেলবে স্পেন
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’