X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
বিশ্বকাপ বাছাই

মেসিকে ডাকেননি আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২২, ১৪:৪০আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪:৫২

দিনকয়েক ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, আর্জেন্টিনার সামনের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে থাকছেন না লিওনেল মেসি। এই খেলোয়াড়ের বর্তমান ক্লাব প্যারিস সেন্ত জার্মেই নাকি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) অনুরোধ করেছিল তাকে যেন জাতীয় দলের সামনে খেলায় ডাকা না হয়। পিএসজির ‘অনুরোধ’ রেখেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। মেসিকে বাইরে রেখেই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন তিনি।

আগের রাউন্ডেই কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাকি ম্যাচগুলো নিয়মরক্ষার হলেও বিশ্বকাপ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অবশ্যই। তবে সামনের দুই ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে ছাড়াই পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। ২৭ জানুয়ারি সান্তিয়াগোতে চিলির মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। আর ১ ফেব্রুয়ারি ঘরের মাঠে আতিথ্য দেবে কলম্বিয়াকে।

গত ডিসেম্বরে বড়দিনের ছুটিতে আর্জেন্টিনায় গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন মেসি। এরপর ৫ জানুয়ারি ফ্রান্সে ফিরলেও নতুন বছরে এখনও পিএসজির হয়ে মাঠে নামতে পারেননি তিনি। তবে খুশির খবর হলো, চলতি সপ্তাহে সাতবারের ব্যালন ডি’অর জয়ী পুরোপুরিভাবে ফরাসি ক্লাবটির অনুশীলনে ফিরেছেন। গত আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখানোর পর লিগ ওয়ানের ১০ ম্যাচ মিস করেছেন মেসি।

সাবেক বার্সেলোনা তারকা না থাকলেও স্কালোনি ডেকেছেন তার পিএসজি সতীর্থ আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসকে। আছেন লাউতারো মার্তিনেসও। আর আক্রমণভাগে ফিরেছেন পাউলো দিবালা।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো, এস্তেবান আনদ্রাদা; ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, জেরমান পেজ্জেয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, লুকাস মার্তিনেস কুয়ার্তা, নিকোলাস তাগিয়াফিকো, মার্কোস আকুনা; মিডফিল্ডার: লুকাস ওকাম্পোস, রোদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রোদ্রিগেস, জিওভানি লো সেলসো, আলেক্সিস মাক আলিস্তার, এমিলিয়ানো বুয়েনদিয়া, আলেহান্দ্রো গোমেস; ফরোয়ার্ড: নিকোলাস গনসালেস, আনহেল দি মারিয়া, আনহেল কোরেয়া, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, হোয়াকিন কোরেরা, পাউলো দিবালা।

/কেআর/
সম্পর্কিত
পিএসজিকে সামলানো কঠিন ছিল মেসির পক্ষেও!
মেসিদের মায়ামিকে অবহেলা করছেন না পিএসজি কোচ
হাল্যান্ডের ৩০০ গোল, পেছনে ফেলেছেন মেসি-রোনালদোকেও 
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন