X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তেতে ওঠা বসুন্ধরা চাইছে হ্যাটট্রিক শিরোপা

তানজীম আহমেদ
২৬ জানুয়ারি ২০২২, ১৪:১০আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬:৪১

দেশের ফুটবলের অন্যতম পাওয়ার হাউজ বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে অভিষেকেই সবাইকে চমকে দিয়েছে। ধূমকেতুর মতো এই আবির্ভাব যে ভাগ্যের জোরে নয় সেটাও প্রমাণ করেছে পর পর। এখন পর্যন্ত জিতেছে ৫টি ট্রফি! এবার তাদের সামনে লিগের হ্যাটট্রিক শিরোপার হাতছানি। প্রিমিয়ার লিগে টানা তিনটি ট্রফি ঘরে তুলতেই পারলে সেটি হবে নিজেদের ইতিহাসের অনন্য এক অর্জন।

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়ানো প্রিমিয়ার ফুটবল লিগকে ঘিরে তাই অস্কার ব্রুজনের দলের স্বপ্ন কম বড় নয়। ১২ দলের মধ্যে সেরা হয়ে আবারও ট্রফি উঁচিয়ে ধরে রাখতে চাইছেন। দলটির জন্য এবার বড় সুবিধা নিজেদের মাঠে খেলার সুযোগ। এই প্রথম বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠটি নিজেদের হোম ভেন্যু করতে যাচ্ছে। গতবার তো রানার্সআপ শেখ জামালের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থেকে লিগের ট্রফি জিতেছিল। এবার দলটির লক্ষ্য নিজেদের মাঠে শিরোপা উৎসব। বর্তমানে গাজীপুরের রিসোর্টে প্রস্তুতিরত বসুন্ধরা কিংস। সেখান থেকেই দলটির টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা নিজেদের মাঠে পেশাদার লিগ খেলতে যাচ্ছি। এই আনন্দ অন্যরকম। গতবারের মতো এবারও পয়েন্টের বড় ব্যবধান রেখে জিততে চাই। ভালো খেলা উপহার দিয়ে দর্শক-সমর্থকদের মন ভরানোই আমাদের লক্ষ্য। নিজেদের মাঠে শিরোপা উৎসব করতে চাই।’

গতবার বসুন্ধরার সাফল্যে বড় অবদান ছিল ব্রাজিলিয়ান রবিনিয়োর। একা ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এবারও তার দিকেই তাকিয়ে থাকতে হবে। তবে বড় ক্ষতি হয়ে গেছে আরেক ব্রাজিলীয় মিডফিল্ডার ফেরনান্দেজের চোটে। আক্রমণের অন্যতম উৎস ছিলেন। রবিনিয়ো কিংবা আর্জেন্টাইন বেসেরার গোলপ্রাপ্তির পিছনেও ছিল তার বড় অবদান।

তার পর পরিবর্তনও এসেছে দলে। চুক্তি শেষে বেসেরাকে বিদায় করে দেওয়া হয়েছে। তার পর থেকে হিমশিম খাচ্ছে বসুন্ধরা। বেসেরার বদলে প্রথাগত মিডফিল্ডার স্তোয়াইন ভ্রানিসকে আনলেও কার্যকর সাফল্য মিলছে না। আক্রমণে পসরা সাজিয়ে কোনও সময় ‘নাম্বার নাইন’ কিংবা ‘নাম্বার টেন’ হিসেবে খেললেও বসনিয়ার লিগে খেলা এই সর্বোচ্চ গোলদাতা সুবিধা করতে পারছে না।

এই তো গেলো ফরোয়ার্ড জোন নিয়ে তাদের দুশ্চিন্তার কথা। চিন্তায় ফেলেছে রক্ষণও। ফেরনান্দেজের সঙ্গে দলের আরেক তারকা তপু বর্মণও ছিটকে যাওয়া বিপদেই ফেলেছে তাদের। রিজার্ভ বেঞ্চ ভালো থাকলেও তাদের নিয়ে পরীক্ষায় নামতে হবে। সব মিলিয়ে দুর্দশাতে কাটছে এই মৌসুম। দেশের অন্যতম জনপ্রিয় দল আবাহনী লিমিটেডের কাছে হেরে স্বাধীনতা কাপে রানার্সআপ হতে  হয়েছে। ‘মাঠের দুরাবস্থার’ কারণ দেখিয়ে তো ফেডারেশন কাপে খেলাই হয়নি! তাই প্রিমিয়ার লিগে মাথা তুলে দাঁড়াতে চাইছে দল। ৫টি ট্রফি জয়ের নায়ক স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনও লিগ জয়ের জন্য মরিয়া, ‘বসুন্ধরা কিংস তৃতীয় লিগ জেতার মিশনে আছে। আমাদের কয়েকজন চোটে রয়েছে। বলা যায় মাঠের দুরাবস্থাই দায়ী। তবে আমরা লিগের জন্য নতুন উদ্যোমে ঝাঁপিয়ে পড়তে চাইছি। ইতিবাচক পারফরম্যান্স দেখিয়ে সাফল্য পেতে চাই।’

এবার লিগ জিততে পারলে এএফসি চ্যাম্পিয়নস লিগে প্লে অফ খেলার সুযোগ আছে বসুন্ধরার। এছাড়া এএফসি কাপ তো রয়েছেই। সেজন্য কোনওভাবেই লিগের ট্রফি হাতছাড়া করতে চায় না বর্তমান চ্যাম্পিয়নরা। তবে লিগ জেতা যে মোটেও সহজ হবে না তা বলেই দেওয়া যায়। আবাহনী লিমিটেডের পাশাপাশি মাঝারি কিংবা ছোট দলও প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। তাই তো তা ব্রুজনও স্বীকার করলেন, ‘লিগ সবসময় চ্যালেঞ্জিং। তবে শেষবার আমরা বড় ব্যবধান রেখে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারের লিগ ১২ দলের। এখানে ভুল যত কম করা যাবে তত ভালো। আমার মনে হয় এবারের লিগ আরও আকর্ষণীয় হবে। অনেক ক্লাব শিরোপা জন্য খেলবে।’

বসুন্ধরা মিডফিল্ডার মাশুক মিয়া জনির স্বপ্ন লিগের হ্যাটট্রিক শিরোপা। চোট ভাবনার কথা তাকেও ভাবিয়েছে। কিন্তু সব ছাপিয়ে দলের তেতে ওঠা মানসিকতাই প্রকাশ পেয়েছে তার কথায়, ‘আমরা এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে চাই। সবরকমের প্রস্তুতি রয়েছে। তপু-ফেরনান্দেজের চোটের কারণে ক্ষতি তো হয়েছেই। তবে অন্য যারা আছে, তারাও ভালো করবে বলে বিশ্বাস। জেতার জন্য তাড়নাটাও আমাদের একটু বেশি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি