X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রিয়ালের সঙ্গে এমবাপ্পের চুক্তি, বেতন পাবেন আকাশছোঁয়া!

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২, ২৩:১০আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ২৩:১০

দলবদলের মৌসুমে কত গুঞ্জনই তো ওড়াউড়ি করে। যেখানে কিলিয়ান এমবাপ্পে বড় এক চরিত্র। গত কয়েক মৌসুম ধরে এই ফরাসি তারকার রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে কত আলোচনা যে হয়েছে, হিসাব দেওয়া কঠিন। দলবদলের আলোচনা এলেই রিয়াল-এমবাপ্পে প্রসঙ্গ আসা যেন আবাশ্যক। এবার সম্ভবত ইতি টানছে এই আলোচনার। ফরাসি ফরোয়ার্ড নাকি এরই মধ্যে রিয়ালের সঙ্গে সমঝোতায় পৌঁছছে! জার্মান সংবাদমাধ্যম বিল্ড এই খবর ছেপে জানিয়েছে, চুক্তিতে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হচ্ছেন এমবাপ্পে।

সামনের গ্রীষ্মে প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এমবাপ্পের। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন বিশ্বকাপ জয়ী তারকা। ফলে গ্রীষ্মের দলবদলে ফ্রি ট্রান্সফারে এমবাপ্পে রিয়ালে নাম লেখাতে যাচ্ছেন বলে দাবি বিল্ডের। জার্মান সংবাদমাধ্যমটি ছেপেছে, জুনের দলবদলের জানালা খোলার অপেক্ষায় থাকেনি রিয়াল। এমবাপ্পের সঙ্গে আগেই চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে তারা। আর এই চুক্তিতে আকাশছোঁয়া বেতন পাচ্ছেন ফরাসি তারকা।

২৩ বছর বয়সী ফরোয়ার্ড নাকি চুক্তি অনুযায়ী সান্তিয়াগো বার্নাব্যুতে বছরে ৫০ মিলিয়ন ইউরো বেতন পাবেন। বাংলাদেশি মুদ্রায় ৪৮২ কোটি টাকারও বেশি! যদি তা-ই হয়, তাহলে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন এমবাপ্পে। বেতনের অঙ্কে ছাড়িয়ে যাবেন পিএসজির বর্তমান দুই সতীর্থ লিওনেল মেসি ও নেইমারকে।

এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল ও পিএসজি মুখোমুখি হচ্ছে। ফেব্রুয়ারি ও মার্চে দুই লেগের খেলা। এই ম্যাচ দুটি শেষ হওয়ার আগে রিয়াল ও এমবাপ্পে কোনও প্রকার আলোচনার বসতে পারবে না বলে এতদিন শোনা গিয়েছিল। কিন্তু এর মধ্যেই বিল্ড জানাচ্ছে, রিয়াল ও এমবাপ্পে চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে।

সেই ২০১৭ সাল থেকে এমবাপ্পের দিকে ‘নিশানা’ লাগিয়ে রেখেছে রিয়াল। এরপর থেকে হওয়া প্রত্যেকটা দলবদলে ফরাসি তরুণের বার্নাব্যুতে আসার গুঞ্জন শোনা গেছে। যদিও কখনও প্রস্তাব দেওয়া বা জমাট আলোচনা হয়নি। অবশেষে গত গ্রীষ্মের দলবদলে এমবাপ্পের জন্য তিন দফা প্রস্তাব পাঠিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। যদিও ইউরোপিয়ান মিডিয়ার খবর, পিএসজির প্রস্তাব নিয়ে আলোচনা তো দূরে থাক, তারা কোনও উত্তরই দেয়নি।

ফরাসি ক্লাবটির সিদ্ধান্ত স্পষ্ট। তারা কোনোভাবেই বিক্রি করবে না এমবাপ্পেকে। কিন্তু এবারের গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া এই ফরোয়ার্ড যদি পার্ক ডু প্রিন্সেসে আর থাকতে না চান, তাহলে ফ্রি’তে ছেড়ে দিতে হবে। তাই এমবাপ্পেকে গত গ্রীষ্মেই বিক্রি করে দেওয়া উচিত ছিল বলে মনে করেন অনেকে। তবে পিএসজির বিশ্বাস, তারা এমবাপ্পেকে রাজি করাতে পারবে চুক্তি নবায়ন করার ব্যাপারে।

কিন্তু জার্মান পত্রিকাটি যে খবর দিচ্ছে, তা পিএসজির জন্য মোটেও ভালো খবর নয়!

/কেআর/
সম্পর্কিত
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
এমবাপ্পেকে রেখে কেন চলে গেলো পিএসজির টিম বাস
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার