X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এমবাপ্পের সঙ্গে হলিডে কাটাতেও ভালো লাগবে পিএসজি কোচের

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২২, ১৭:২৪আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৭:৩০

সামনের গ্রীষ্মে প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। ফরাসি তারকা দলটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন নাকি নতুন ঠিকানা গড়বেন, এ নিয়ে কৌতূহল গোটা ফুটবল বিশ্বের। পিএসজির আশা তিনি চুক্তি নবায়ন করবেন। কোচ মাউরিসিও পোচেত্তিনো এই স্ট্রাইকারে এতটা মজে আছেন যে, শুধু দলে নয়, নিজের বাড়িতে হলিডে কাটাতেও সঙ্গে নিতে চান এমবাপ্পেকে।

২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে নাম লেখানোর পর থেকে আলো ছড়িয়ে যাচ্ছেন এমবাপ্পে। গোলের পর গোল করে প্রতিনিয়ত নিজেকে উঁচুতে তুলছেন। তারকাখচিত পিএসজিতে ব্যবধান গড়ে দিচ্ছেন প্রায় ম্যাচেই। ২৩ বছর বয়সী ‍এই স্ট্রাইকারকে কোনোভাবেই হারাতে চায় না ফরাসি ক্লাবটি। চুক্তির মেয়াদ শেষ হতে বসেছে, তবে তারা আশায় আছে।

দলটির কোচ পোচেত্তিনো একদম পরিষ্কার এমবাপ্পের ব্যাপারে। তার দলে এই স্ট্রাইকারের প্রয়োজনীয়তা কতটা, সেটা অনেকবারই বলেছেন। তারও আশা ২৩ বছর বয়সী তারকা চুক্তি নবায়ন করবেন। এমবাপ্পের পিএসজিতে থাকা প্রসঙ্গে এই আর্জেন্টাইন বলেছেন, ‘স্বার্থপরের মতো বলতে হয়, আমি তাকে (এমবাপ্পে) আমার সঙ্গে চাই, এমনকি হলিডে কাটাতে বাড়িতেও তাকে সঙ্গে নিয়ে যেতে চাইবো।’

এমবাপ্পের পার্ক ডু প্রিন্সেসে থাকা শুধু ক্লাবের নয়, এই খেলোয়াড়ের জন্যও ভালো হবে বলে মনে করেন পোচেত্তিনো, ‘এটা নিশ্চিত করেই বলা যায় নতুন চুক্তি ক্লাব ও তার- দুই পক্ষের জন্যই ভালো হবে। খুবই ভালো হবে সে থেকে গেলে।’

কয়েক মৌসুম ধরে শোনা যাচ্ছে বিশ্বকাপ জয়ী তারকা রিয়াল মাদ্রিদে নাম লেখাতে যাচ্ছেন। গ্রীষ্মে যেহেতু চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, তাই মাদ্রিদের ক্লাবটির নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে। আরও একটি ক্লাবের নামও আছে এমবাপ্পের সম্ভাব্য গন্তব্যের তালিকায়।

তবে ফরাসি মিডিয়ার খবর, এমবাপ্পের মা তার ১৫ বছর বয়সী ভাই এথানকে সঙ্গে নিয়ে বেশ কয়েকদিন কাটিয়েছেন কাতারের রাজধানী দোহায়। সেখানে পিএসজির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার মায়ের বৈঠক হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের খবর, ওই আলোচনায় পিএসজিতে দুই বছরের চুক্তি বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে।

/কেআর/
সম্পর্কিত
সেমিতে সেই পিএসজি, আরও ভালোভাবে প্রস্তুত ডর্টমুন্ড
রাতে নামছে বার্সা-পিএসজি
পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তুললেন এমবাপ্পে
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা