X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ডেনমার্কে বন্দুকধারীর হামলায় শঙ্কিত জামাল

তানজীম আহমেদ
০৪ জুলাই ২০২২, ১৭:২০আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৭:২১

ডেনমার্কের রাজধানী কোপেনেহেগেনে জন্ম বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। উত্তর ইউরোপের দেশটিতে বাঙালি পরিবারে বেড়ে উঠেছেন তিনি। সেখানেই নিয়েছেন ফুটবল-দীক্ষা। নিজের জন্মভূমির প্রতি তার আলাদা টান থাকাই স্বাভাবিক। তাই রাজধানী কোপেনহেগেনের শপিং মলে বন্দুকধারীর হামলার ঘটনা যখন জানতে পারলেন, নিজে যেন বিশ্বাস করতে পারছিলেন না। জঘন্য এই ঘটনা ভীষণভাবে নাড়া দিয়েছে বাংলাদেশকে অধিনায়ককে।

রবিবার কোপেনহেগেনের একটি শপিং মলে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। তিনজন নিহত হওয়ার পাশপাশি আহত হয়েছেন অনেকেই। হৃদয়বিদারক এই ঘটনায় জামালের মন ভীষণ খারাপ। ইউরোপের অন্যতম শান্তিপূর্ণ দেশে এমন ন্যাক্কারজনক ঘটনা কিছুতেই মানতে পারছেন না ৩২ বছর বয়সী মিডফিল্ডার। বারবারই টেলিভিশনের পর্দায় চোখ রাখছেন। বিভীষিকাময় দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়ছেন।

বাংলা ট্রিবিউনের কাছে বিষণ্ন মনে জামাল জানালেন, ‘আসলে আমার এখনও বিশ্বাস হচ্ছে না, এমন ঘটনা ঘটতে পারে। ডেনমার্ক তো শান্তিপূর্ণ দেশ। মনে হচ্ছে ওই ব্যক্তিটি উগ্রবাদী কেউ। এটা আসলে মেনে নেওয়া যায় না।’

কোপেনহেগেনের এই শপিং মল থেকে জামালের বাসার দূরত্ব ১৫ মিনিটের। এই মিডফিল্ডার বাংলাদেশে থাকলেও পরিবার থাকে সেখানেই। এ ঘটনার পর জামালের মা ফোন করে কোপেনহেগেনের পরিস্থিতি অবহিত করেছেন।

জামালের বর্ণনা, ‘মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। কী হচ্ছে সেখানে, বোঝার চেষ্টা করছি। তারা সবাই ঠিক আছে। ওই সময় আমার পরিবারের কেউ শপিং মলে ছিল না। আসলে আমার কাছে মনে হয়েছে, ওই সময় শপিং মলে লোকজন তুলনামূলক কিছুটা কম ছিল। সামার না হয়ে উইন্টার সিজন হলে হয়তো ক্ষতি বেশি হতে পারতো।’

এই ধরনের ঘটনা ঘটলে জামালের মন আরও বিক্ষিপ্ত হয়ে পড়ে। কেননা ২০০৭ সালে বন্দুকধারীদের হামলায় তার শরীরে গুলি লাগে। কোমায় থাকতে হয়েছিল অনেক দিন। সেই গুলির চিহ্ন নিয়ে এখনও চলতে ফিরতে হচ্ছে তাকে।

জামাল স্মৃতিচারণ করে বলেছেন, ‘ছোটবেলার স্মৃতি ভুলি কী করে! এমন বন্দুকধারীর হামলার শিকার আমি নিজেই। তাই এমন ঘটনা ঘটলে নিজের কথা মনে পড়ে যায়। ঘটনার ভয়াবহতা নিয়ে চিন্তা হয়। আসলে এমন ঘটনা কোথাও যেন আর না হয়, সেটাই চাই। সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এই প্রার্থনা করি।’

/কেআর/
সম্পর্কিত
ফুটবলের জন্য এমন ঢল কবে দেখা গেছে... 
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কখন, দেখবেন কোথায়?
সিঙ্গাপুরকে ধসিয়ে দিতে চান জামাল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে