X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
চ্যাম্পিয়নস লিগ

প্রথম দিনেই মুখোমুখি পিএসজি-জুভেন্টাস, রিয়াল-সেল্টিক...

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১

একটা চ্যাম্পিয়নস লিগের আশায় অর্থের বন্যায় বইয়ে দিচ্ছে প্যারিস সেন্ত জার্মেই। তাও দেখা নেই ইউরোপিয়ান সাফল্য। নতুন মৌসুমে আরেকবার স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে ফরাসি ক্লাবটি। শুরুতেই কঠিন বাধা পেরোতে হবে। প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। গ্রুপ পর্বের প্রথম দিনে আছে উত্তাপ ছড়ানো আরও ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মাঠে নামছে সেল্টিকের বিপক্ষে। ম্যানচেস্টার সিটি আবার আতিথ্য নেবে সেভিয়ার মাঠে।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে নামবে পিএসজি। ফরাসি ক্লাবটির কোচ বদল হয়েছে। নতুন কোচ ক্রিস্তোফে গালতিয়ের অধীনে নতুন মৌসুম ফেভারিট হয়েই শুরু করেছে তারা। যদিও দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ভাবনার যথেষ্ট কারণ আছে। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে লিওনে মেসি ও নেইমারের সম্পর্ক ভালো যাচ্ছে না। মাঠেই সেই চিত্র ফুটে উঠেছে।

তবে পেছনে ফেলে এই আক্রমণ ত্রয়ী ইউরোপিয়ান মঞ্চে জ্বলে উঠবেন, সেটিই প্রত্যাশা পিএসজি ভক্তদের। এমবাপ্পে দারুণ ফর্মে আছেন, নেইমারও আলো ছড়াচ্ছেন, পাশাপাশি মেসির ঝলকও দেখা যাচ্ছে এবার। জুভেন্টাসের বিপক্ষে গ্রুপ পর্বের লড়াইয়ের শুরুতেই বোঝা যাবে কতদূর যাবে প্যারিসের ক্লাবটি।

জুভেন্টাসেও অনেক পরিবর্তন এসেছে। পাউলো দিবালা চলে গেলেন রোমায়। তার জায়গায় পিএসজি থেকেই তুরিনে পাড়ি দিয়েছেন আনহেল দি মারিয়া। সেই হিসাবে পুরনো ক্লাবের সঙ্গে খুব তাড়াতাড়িই দেখা হয়ে যাচ্ছে আর্জেন্টাইন উইঙ্গারের।

পার্ক ডু প্রিন্সেসে পিএসজি-জুভেন্টাস যখন মুখোমুখি হবে, ঠিক একই সময় সেল্টিকের মাঠে নামবে রিয়াল। বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মিশনে নামতে যাচ্ছে নতুন মোড়কে। দলটির বেশ কয়েকজন খেলোয়াড় ছেড়ে গেছে সান্তিয়াগো বার্নাব্যু। তার মধ্যে অন্যতম মিডফিল্ডার কাসেমিরো। নতুন আঙ্গিকে স্প্যানিশ চ্যাম্পিয়নরা কতদূর যেতে পারে, সেটিই দেখার।

এই পিএসজির কাছে হেরে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শেষ হয়ে যাওয়া ম্যান সিটিও একই সময়ে আতিথ্য নেবে সেভিয়ার মাঠে। আরেক ইংলিশ ক্লাব চেলসি খেলতে যাবে দিনামো জাগরেবের মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০-৪৫ মিনিটে। একই সময় বরুসিয়া ডর্টমুন্ড খেলবে ‍কোপেনহেগেনের বিপক্ষে।

/কেআর/
সম্পর্কিত
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন