X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ ‘ইতিহাস’ গড়তে চায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২২, ১১:২৬আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১১:৩২

কাতার বিশ্বকাপে দুর্দান্ত জয় দিয়ে শুরু করা ইংল্যান্ড আজ রাতে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্রের। একটি জয় পেলে হ্যারি কেইনদের শেষ ষোলো নিশ্চিত। ম্যাচটা শুরু হবে রাত ১টায়। একই সম্ভাবনার সামনে দাঁড়িয়ে নেদারল্যান্ডসও। সেক্ষেত্রে ইকুয়েডরের বিপক্ষে জয়ের পাশাপাশি গ্রুপের অপর ম্যাচে সেনেগাল-কাতার ম্যাচটা ড্র হতে হবে। ডাচদের ম্যাচটা শুরু ১০টায়। কাতারের ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ৭টায়।  

ইরানকে প্রথম ম্যাচে ৬-২ গোলে বিধ্বস্ত করে ইংল্যান্ড অবশ্যই আত্মবিশ্বাসী। তবে যুক্তরাষ্ট্রের মতো তরুণ ও প্রতিভাবান দলের বিপক্ষে অতীত ইতিহাসও চোখ রাঙাচ্ছে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নদের। ১৯৫০ সালে এই যুক্তরাষ্ট্রই থ্রি লায়ন্সদের ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের অন্যতম অঘটনের জন্ম দিয়েছিল। সর্বশেষ ২০১০ সালের কথাও ভুলে যাওয়ার কথা নয়। তারকায় ভরপুর ইংলিশদের তারা রুখে দিয়েছিল ১-১ গোলে। সব মিলে বিশ্বকাপের মতো মঞ্চে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কোন জয়-ই নেই তাদের। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট তাই ইতিহাস রচনার জন্য তৈরি, ‘ বিশ্বকাপে আমরা কখনো যুক্তরাষ্ট্রকে হারাতে পেরেছি? না। শুক্রবার আমরা ইতিহাস গড়ার চেষ্টা করবো।’

অপর দিকে দিনের প্রথম ম্যাচে বিকাল ৪টায় আজ ইরানের প্রতিপক্ষ ওয়েলস। কার্লোস কুইরোজের দল প্রথম ম্যাচে ইংলিশদের কাছে বিধ্বস্ত হওয়ায় এই ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হবে। ওই ম্যাচটা ছিল ইরানের প্রতিবাদ জানানোর মঞ্চও। দেশে চলমান ঘটনার প্রতিবাদে সরকার বিরোধী অবস্থান নিতে জাতীয় সংগীত গাওয়া থেকে খেলোয়াড়রা বিরত ছিলেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের বিপক্ষে ‍দুই গোল করা ফরোয়ার্ড মেহদী তারেমি জানিয়েছেন, এই ঘটনায় সরকারের পক্ষ থেকে তাদের ওপর কোনও চাপ নেই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ ‘ইতিহাস’ গড়তে চায় ইংল্যান্ড

ওয়েলস অবশ্য এই ম্যাচে ইরানকে হারালেই নকআউটের দ্বারপ্রান্তে চলে যাবে। যারা ১৯৫৮ সালের কোয়ার্টার ফাইনালে পেলের ব্রাজিলের কাছে পরাজয়ের পর প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছে। ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেল ম্যাচটাকে তাই সহজ মনে করছেন না, ‘ওরা কঠিন দল। বিশ্বকাপেও এসেছে বিশেষ কারণ নিয়ে।’

পরিসংখ্যান বলছে, র‌্যাঙ্কিংয়ের ১৯তম ওয়েলস ও ২০তম ইরান এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে। ওই ম্যাচে জয় ছিল ওয়েলসের।    

/এফআইআর/
সম্পর্কিত
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা সৌদি কোচের পদত্যাগ
সর্বশেষ খবর
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন