X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোনালদোকে ছাড়িয়ে মেসির পাশে এমবাপ্পে

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
০৫ ডিসেম্বর ২০২২, ০২:০৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০২:০৩

আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় তিউনিসিয়ার বিপক্ষে একাদশে থাকতে পারেননি এমবাপ্পে। বদলি কোটায় খেলার সুযোগ হলেও সেই ম্যাচে বলার মতো কিছু করতে পারেননি। চেয়ে চেয়ে দলের হার দেখেছেন। সেই হারের জ্বালা এভাবে পোল্যান্ডের বিপক্ষে মেটাবেন তা কে ভেবেছিল?

দিদিয়ের দেশম শেষ ষোলোর লড়াইয়ে সেরা একাদশের ওপর ভরসা রেখেছিলেন। এমবাপ্পে-জিরুদরা দারুণ নৈপুণ্য দেখিয়ে পোলিশদের ব্যাকফুটে ফেলে দেন। দোহার আল থুমামা স্টেডিয়ামে যেন এমবাপ্পে ছিলেন অন্যদের চেয়ে আলাদা। তিন গোলের দুটি তো করেছেনই অন্যটিতে করেছেন সহায়তা।

গতি আর ড্রিবলিংয়ে পারদর্শী এমবাপ্পে এই ম্যাচেও দেখিয়েছেন সাবলীল পারফরম্যান্স। ২৩ বছর বয়সে নিজের ক্যারিয়ারকে এমন এক পর্যায়ে এনেছেন তা সমীহ জাগানোর মতোই। নকআউট পর্বের প্রথম ম্যাচ যেতে না যেতেই এরই মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে চূড়ায়। তার নামের পাশে রয়েছে ৫টি গোল।

পোল্যান্ডের বিপক্ষে ৭৪ মিনিটে গোলটি করে রেকর্ডও গড়েছেন। বিশ্বকাপে সবমিলিয়ে তার গোলসংখ্যা ৮টি। অথচ মাত্র ২০১৮ বিশ্বকাপ দিয়ে অভিষেক হয়েছে এই স্ট্রাইকারের। এছাড়া বয়স ২৪ হওয়ার আগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড পেলেকে (৭) ছাড়িয়ে এককভাবে শীর্ষে চলে এসেছেন।

পাশাপাশি ভেঙে দেন পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ইউসেবিওর রেকর্ডও। ২৪ বছর ১৮২দিন বয়সে ৮টি গোল ছিল পর্তুগাল গ্রেটের। এবার ফরাসি তারকা করলেন ২৩ বছর ৩৪৯ দিনে!

এই সময়ে অন্য দুই ফুটবল গ্রেট লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছেন এমবাপ্পে। পোল্যান্ডের বিপক্ষে দুই গোলে এরই মধ্যে রোনালদোকে পিছনে ফেলে দিয়েছেন। আর মেসিকে করেছেন স্পর্শ!

৫ বিশ্বকাপ খেলে রোনালদো গোল করেছেন ৮টি। আর মেসির ঝুলিতে রয়েছে ৯টি। কাতার বিশ্বকাপ শেষে এমবাপ্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে রোনালদো-মেসিকে ছাড়িয়ে আরও সামনের দিকে ছুটে চলার। যদিও রাশিয়া বিশ্বকাপ জিতে এরই মধ্যে রোনালদো-মেসিকে এক দিক দিয়ে ছাড়িয়ে গেছেন ফ্রেঞ্চ তারকা।

এমবাপ্পেকে নিয়ে প্রশংসাই ঝরেছে কোচ দিদিয়ের দেশমের কণ্ঠে, ‘আমরা সবাই জানি এমবাপ্পে কেমন। এরই মধ্যে তাকে দেখেছি। সে ফুটবলের মাঠেই কথা বলে। তবে আমার মনে হয় আজও সে সেরা খেলাটা খেলতে পারেনি। এর জন্য তাকে দোষারোপ করছি না। সে তার সম্পর্কে ভালো জানে। তবে সে ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। ফ্রান্সের রাতে দরকার ছিল একজন গ্রেট এমবাপ্পের। তারা তা পেয়েছেও।’

দেশমের জন্য একই দিনে আরও সুসংবাদ। থিয়েরি অরির ১২৩ ম্যাচে ৫১ গোলের রেকর্ডটি ভেঙে দিয়েছেন অলিভিয়ের জিরুদ। ১১৭ ম্যাচ খেলে ৫২টি গোল করে এখন এককভাবে শীর্ষে এই স্ট্রাইকার।

 

/এমআর/
সম্পর্কিত
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা সৌদি কোচের পদত্যাগ
সর্বশেষ খবর
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা