X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কলম্বোয় গোলদাতা এবারও গোল চান, তবে সতর্ক

তানজীম আহমেদ,সিলেট থেকে
২৪ মার্চ ২০২৩, ১৩:০৩আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৩:০৩

পাসপোর্ট জটিলতার কারণে সৌদি আরবের মদিনায় কন্ডিশনিং ক্যাম্পে যেতে পারেননি মোহাম্মদ ইব্রাহিম। তবে না যেতে পারলেও হাভিয়ের কাবরেরার নির্দেশনায় ঢাকাতে ঠিকঠাক অনুশীলনটা চালিয়ে গেছেন। সিলেটে এসে অন্যদের সঙ্গে পুরোপুরি ঘাম ঝরিয়ে যাচ্ছেন। সেশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আগে ইব্রাহিমের নাম আলোচনায়। এর আগে ২০২১ সালে ১০ নভেম্বর এই দলটির বিপক্ষে খেলা একমাত্র ম্যাচের গোলদাতা যে ২৫ বছর বয়সী ফরোয়ার্ড!

তখন মাত্রই সাফ চ্যাম্পিয়নশিপ শেষ করে কলম্বোতে চার জাতি টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। চার দেশের ওই আসরে প্রথম ম্যাচেই সেশেলসের বিপক্ষে বাংলাদেশ ১৭ মিনিটে এগিয়ে যায়। ইব্রাহিম গোল করে দলকে জয়ের স্বপ্ন দেখান। তবে বিরতির পর লাল-সবুজ দলকে চ্যালেঞ্জ জানিয়ে আফ্রিকার দ্বীপরাষ্ট্রটি ম্যাচে ফেরার চেষ্টা করে। ৮৮ মিনিটে ওয়ারেন এরিক মেলের গোলে বাংলাদেশের জয়ের স্বপ্নকে ধূলিস্মাৎ করে দেয় সেশেলস।

কলম্বোয় গোলদাতা এবারও গোল চান, তবে সতর্ক

জামাল ভূঁইয়াদের রুখে দেওয়া সেই সেশেলসই সেবার চ্যাম্পিয়ন হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল! সিলেটে প্রায় দেড় বছর পর আবারও আফ্রিকার দলটির বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে জামাল-তপুরা। তাই স্মৃতি রোমন্থন করে ইব্রাহিম চাইছেন, সুযোগ পেলে আবারও লক্ষ্যভেদ করবেন। সিলেট জেলা স্টেডিয়ামে  অনুশীলনের ফাঁকে বাংলা ট্রিবিউনকে শেখ রাসেলের এই ফরোয়ার্ড বলেছেন, ‘আমি একাদশে জায়গা পাবো কি না জানি না। সৌদি আরবের ক্যাম্পে থাকতে পারিনি। সিলেটে এসে দলের সঙ্গে যোগ দিয়েছি। এখন অনুশীলনে সর্বোচ্চ দিচ্ছি। কোচ যদি মনে করেন আমাকে খেলাবেন তাহলে সুযোগ পাবো। সেক্ষেত্রে নিজের সেরাটা দেওয়ার অঙ্গীকার তো থাকছেই।’

এরপরই ফিরে গেলেন কলম্বোর সেই ম্যাচে, ‘কলম্বোর স্মৃতি আমার বেশ মনে আছে। প্রথমার্ধে আমরা ভালো খেলে এগিয়ে যাই। তবে বিরতির পর ওরা ঘুরে দাঁড়িয়ে গোল করে হার এড়ায়। আসলে ওদের বিপক্ষে মনোযোগ হারালে চলবে না। শেষ মিনিট পর্যন্ত এক তাল লয়ে খেলতে হবে। ছাড় দিলেই সর্বনাশ হতে পারে। যেটা কলম্বোতে হয়েছিল। তাই মনোযোগ ধরে রেখেই এগিয়ে যেতে হবে। তাহলেই জয় সম্ভব।’

কলম্বোয় গোলদাতা এবারও গোল চান, তবে সতর্ক

জামাল-তপুরা খেলার মধ্যে আছেন। বর্তমানে প্রিমিয়ার লিগে বিরতি চলছে। তাই ফিটনেস নিয়ে তেমন সমস্যা থাকার কথা নয়। স্প্যানিশ কোচ কাবরেরা এ কয়দিনে দলকে এক সূতোয় গাঁথতে চেষ্টা করে যাচ্ছেন। ইব্রাহিম তাই আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘এই দলটির সবাই জেতার জন্য উন্মুখ হয়ে আছে। অনেক দিন আমরা ম্যাচ জিতি না। তাই সেশেলসের বিপক্ষে দুটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়তে চাইছি। দেশের মাঠে ভালো ফুটবল উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩
ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত তিন দিন বন্ধ
ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত তিন দিন বন্ধ
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন