X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

টটেনহাম ছাড়লেন কন্তে

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১১:১৩আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১১:২২

টটেনহামের সঙ্গে সার্বিক সম্পর্কটা ভালো যাচ্ছিল না আন্তোনিও কন্তের। গত সপ্তাহে সাউদাম্পটনের সঙ্গে ৩-৩ গোলে ড্রয়ের পর খেলোয়াড়দের বাজেভাবে সমালোচনা করেছিলেন। তার পর থেকে মনে হচ্ছিল, টটেনহামে শেষ হতে বসেছে কন্তে-অধ্যায়। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবটি জানিয়েছে, পারস্পরিক সমঝোতায় কন্তের সঙ্গে সম্পর্কের ইতি ঘটিয়েছে তারা।

বিবৃতিতে টটেনহাম বলেছে, ‘আমরা ঘোষণা করছি, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কন্তে আমাদের ক্লাব ছেড়ে দিয়েছেন। কন্তের অধীনে প্রথম মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগ বাছাই উতরে যেতে পেরেছি। তার এই অবদানের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতের জন্য শুভকামনা।

ক্লাব আরও জানিয়েছে, আপাতত কন্তের সহকারী কোচ ক্রিস্টিয়ান স্টেলানি এই দলের দায়িত্ব সামলাবেন। সঙ্গে থাকবেন সাবেক স্পার মিডফিল্ডার রায়ান ম্যাসন।

অভ্যন্তরীণ সূত্রে জনা গেছে, ক্লাবের কৌশল ও আমূল পরিবর্তনে অনীহা তাকে হতাশ করতে শুরু করেছিল। ব্যক্তিগত ভাবেও কন্তে এর প্রকাশ ঘটিয়েছিলেন। কিন্তু সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থাকার পরও তারা ড্র করে মাঠ ছাড়ায় নিজের রাগ আর চেপে রাখতে পারেননি। ঐতিহাসিক এক সংবাদ সম্মেলনে ক্লাব মালিক ও খেলোয়াড়দের আক্রমণ করেছেন তার পর। সেখানে বলেছেন, ‘টটেনহামের গল্পটা কি তাহলে এই? ২০ বছর ধরে এই মালিকই আছে; কিছুই জিততে পারেনি। কিন্তু কেন? ভুল শুধু ক্লাবের নাকি যেসব কোচ কাজ করে তাদের। টটেনহামের বেঞ্চে অনেক কোচ দেখেছি। দেখা গেছে পরিস্থিতি রক্ষা করতে বার বার কোচদের বিপর্যস্ত করা হয়। এখন পর্যন্ত আমি সব কিছুই গোপন করার চেষ্টা করেছি। এখন আর নয়। কারণ আজ যা দেখলাম সেগুলো আর দেখতে চাই না। এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।’  

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়