X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

তদন্ত কমিটির কাজে অগ্রগতি হচ্ছে: কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৩, ২১:৫৯আপডেট : ০৭ জুন ২০২৩, ২২:০২

বাফুফের সাবেক সাধারণ সম্পাদকের আর্থিক অনিয়ম ও ফিফার অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটি আজ ষষ্ঠ সভায় বসেছিল। আনিত অভিযোগ নিয়ে সেখানে বিস্তারিত কাজ হয়েছে বলে জানোনো হয়েছে। সভার পর তদন্ত কমিটির কাজে অগ্রগতির কথা জানিয়েছেন, কমিটির প্রধান বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

বুধবার বাফুফে ভবনে সভা শেষে কাজী নাবিল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের তদন্ত কমিটির কাজে বিশাল অগ্রগতি হয়েছে। সামনের আরও কিছুদিন কীভাবে আমাদের কাজটা পরিচালনা করবো সে ব্যাপারে কথা হয়েছে। তাছাড়া আরও অনেক কিছু খতিয়ে দেখার ব্যাপার ছিল, আজকে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। তাছাড়া বেশ কিছু দিক নির্দেশনা নিজেদের মধ্যে উত্থাপন করেছি।’

সময় মতো তদন্ত প্রতিবেদন দেওয়ার ব্যাপারে আশাবাদী কাজী নাবিল। তবে প্রয়োজনে সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে এই কর্মকর্তা বলেছেন, ‘আমাদের বলা ছিল ৩০ কার্যদিবস, যেটা ছিল ১৪ জুন পর্যন্ত। আরেকটা সভা করে নির্বাহী কমিটিকে জানাবো যে কী রকম টাইম ফ্রেমের মধ্যে আছি। এর মধ্যে আমি প্রায় দশদিন দেশের বাইরে ছিলাম একটি সরকারি সফরে। আরও সময় লাগলেও লাগতে পারে। খুব বেশিদিন নয়, ধরে নিন আমি যেটুকু সময় ছিলাম না, ততটুকুই লাগতে পারে।’

বাফুফের এই তদন্ত কমিটির ওপর গুরুত্ব আরোপ করে কাজী নাবিল বলেছেন, ‘আমাদের অবশ্যই অনেক কিছু করার আছে। ফিফার পক্ষ থেকে আমাদের ওপর এটা আরোপ করা হয়েছে এবং একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেডারেশনের এক্সিকিউটিভ রোলে প্রধান ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে। এই তদন্তটা তো আমরা করিনি। এই অভিযোগগুলো তো আমাদের জানানো হয়নি। তাকে যখন ডাকা হয়েছিল, কোন কিছুই জানানো হয়নি। সে গেছে, হয়তো আইনি সহায়তা নিয়েছে চলে এসেছে। এখন তার বিরুদ্ধে যখন একটা নিষেধাজ্ঞা দেওয়া হলো, তখন সেটা আপনারা যেমন জানতে পেরেছেন, আমরাও জানতে পেরেছি। এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ঘটনাটা কী হয়েছে, কেন এমন হলো সেটা জানতে।’

তদন্ত কমিটি নিজেদের কাজ শেষে তা নির্বাহী কমিটির হাতে প্রতিবেদন তুলে দেবে বলে জানিয়েছেন কাজী নাবিল, ‘আমরা নির্বাহী কমিটির কাছে প্রতিবেদন হস্তান্তর করবো। আমাদের দায়িত্ব নির্বাহী কমিটিকে দেওয়া হবে। তাদের দায়িত্ব সেটা প্রকাশ করা। তদন্ত কমিটির প্রতিবেদন তো প্রকাশ হওয়া উচিত। তদন্তের মাঝামাঝি অতিক্রম করেছি, মোটামুটি হয়েছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের ভক্তদের জন্য শমিত সোমের বার্তা 
পুলিশ কমিশনারকে জার্সি ও বল দিলো বাফুফে 
অবশেষে বেতন বাড়িয়ে চুক্তি করলেন বিদ্রোহী নারী ফুটবলাররা
সর্বশেষ খবর
বিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশবিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ