এএফসি কাপে টানা তিনবার অংশ নিয়ে গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি বসুন্ধরা কিংস। চতুর্থবারের মিশনে বড় স্বপ্ন তাদের। যে করেই হোক, নক আউট পর্বে জায়গা করে নিতে হবে। আগামীকাল বিকাল ৪টা থেকে মালের জাতীয় স্টেডিয়ামে তাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপের মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। হোম অ্যান্ড অ্যাওয়েভিত্তিক টুর্নামেন্টে শুরু থেকে তিন পয়েন্টের মুখ দেখতে চাইছে অস্কার ব্রুজনের দল।
এএফসি কাপে মালদ্বীপের দলগুলোর বিপক্ষে বসুন্ধরা কিংসের জয়ের শতভাগ রেকর্ড আছে। টিসি স্পোর্টসকে বড় ব্যবধানে হারানোর পর টানা দুইবার মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিশেয়ন ক্লাবের বিপক্ষে তিন পয়েন্ট পেয়েছে বসুন্ধরা। এবারও জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখতে চাইছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
দলটির কোচ স্প্যানিশ অস্কার ব্রুজন বলেছেন, ‘এএফসি কাপ সবসময় কঠিন। আমরা পুরোপুরি দৃষ্টি দিয়েছি সেখানে। ভালো পারফরম্যান্স করে দেখাতে চাই। প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট নেওয়ার লক্ষ্য আমাদের।’
এএফসি কাপের আগে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে শারজা এফসির কাছে হেরেছিল বসুন্ধরা। তবে এবার জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্য মোরসালিন-রাকিব-জিকোদের। ব্রুজন বলেছেন, ‘আমাদের প্রতিপক্ষ হোম অ্যাডভান্টেজ পাবে। তাদের দলে জুনিয়র ও সিনিয়র মিলে জাতীয় দলের খেলোয়াড়রা আছেন। সুতরাং আমাদের যে করেই হোক ভালো পারফরম্যান্স করে দেখাতে হবে।’
প্রথমবারের মতো এএফসি কাপ খেলতে যাওয়া উদীয়মান তারকা শেখ মোরসালিনও জয় নিয়ে দেশে ফিরতে চাইছেন, ‘আমার প্রথম এএফসি কাপ। যে করেই হোক চাইছি ম্যাচ জিতে মাঠ ছাড়তে। ভালো পারফরম্যান্স করে দেখাতে।’