X
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
১৩ অগ্রহায়ণ ১৪৩০

বাংলাদেশকে পয়েন্ট নিতে দেননি ছেত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১২

এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশকে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে পয়েন্ট নেওয়াটা জরুরি ছিল। লড়াইটা বেশ জমিয়ে তোলে লাল-সবুজ দল। আধিপত্য কম করেনি। কিন্তু এক পেনাল্টিতে সর্বনাশ। শেষ দিকে এসে সুনীল ছেত্রীর লক্ষ্যভেদে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে ভালো খেলেও হারতে হয়েছে বাংলাদেশকে। আজও চীনের হাংজুতে জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে চোখে চোখ রেখে খেলেছেন হৃদয়-ফাহিমরা। একের পর এক আক্রমণও হেনেছে। কিন্তু গোলের দেখা পায়নি। অ্যাটাকিং থার্ডে গিয়ে প্রতিপক্ষের গোলকিপারের বড় পরীক্ষা নেওয়া হয়নি।

ম্যাচ ঘড়ির ২৮ মিনিটে ফাহিমের দুর্বল গড়ানো শট গোলকিপার তালুবন্দী করেন। রবিউলের শট ব্লকড হয়। এর আগে ভারত কয়েকবার চেষ্টা করে বাংলাদেশের বক্সে ঢুকলে গোলকিপার মিতুল মার্মা দারুণ সেভ করেন।

বিরতির পর বাংলাদেশ গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে। তবে ভারত পারেনি লক্ষ্যভেদ করতে। ৬৪  মিনিটে ভারতের একজনের ফ্রি কিক পোস্টে লেগে গোল হয়নি। ৭৬ মিনিটে বাংলাদেশ এগিয়ে যেতে পারতো। মজিবর রহমান জনি এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন।

ম্যাচ যখন পয়েন্ট ভাগাভাগির দিকে যাচ্ছিল সেই সময় ভারত গোল পায়। ৮২ মিনিটে পেনাল্টির নির্দেশ আসে। ভারতের বক্সে রহমত বলে পা চালাতে গিয়ে প্রতিপক্ষের একজনের পায়ে আঘাত হানেন। রেফারি স্পট কিকের নির্দেশ দিলে বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। সুনীল ছেত্রী স্পট কিক থেকে ঠিকই জাল কাঁপান। যদিও বলের লাইনে ঝাঁপালেও গোলকিপার মিতুল মার্মা অল্পের জন্য নাগাল পাননি। বাকি সময়ে বাংলাদেশ চেষ্টা করেও পারেনি গোল শোধ দিতে।

২৪ সেপ্টেম্বর চীনের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের শেষ ষোলোতে উঠা অনিশ্চিত বলা চলে। তবে শেষ ম্যাচ জিততে পারলে হয়তো তৃতীয় সেরা দল হয়ে খেলার সুযোগ থাকবে। তবে সেটা যে বেশ কঠিন তা এখনই বলে দেওয়া যায়।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বে ৫০ লাখ ৫৩ হাজার প্রবাসী, চট্টগ্রাম বিভাগের নাগরিক বেশি
বিশ্বে ৫০ লাখ ৫৩ হাজার প্রবাসী, চট্টগ্রাম বিভাগের নাগরিক বেশি
সিলেটে নৌকার বিপক্ষে লড়বেন যারা
সিলেটে নৌকার বিপক্ষে লড়বেন যারা
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
সর্বাধিক পঠিত
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
আজকের আবহাওয়া: লঘুচাপের সর্বশেষ আপডেট
আজকের আবহাওয়া: লঘুচাপের সর্বশেষ আপডেট
শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের দণ্ড
শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের দণ্ড