X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

১০ জন নিয়েও নটিংহ্যামকে হারালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৮

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। শনিবার ১০ জনের দল নিয়ে তারা হারালো নটিংহ্যাম ফরেস্টকে। দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রি লাল কার্ড দেখলেও ছয় ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিয়েছে টানা তিনবারের চ্যাম্পিয়নরা।

উত্তাপ ছড়ানো ম্যাচে রেফারি অ্যান্থনি টেলরকে ব্যস্ত থাকতে হয়েছে। রদ্রির লালসহ মোট ১১টি হলুদ কার্ড দেখান তিনি। এর মধ্যে দ্বিতীয়ার্ধে বের হয়েছে সাতটি হলুদ কার্ড। তবে ফরেস্টরা একজন বেশি নিয়ে খেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি।

সপ্তম মিনিটে সিটিকে এগিয়ে দেন ফিল ফডেন। স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড সাত মিনিট পর ম্যাথুস নুনেসের ক্রস থেকে হেড করে দ্বিতীয়বার জাল কাঁপান। প্রথম ৪৫ মিনিট বল দখলে এগিয়ে ছিল সিটিজেনরা।

গত মৌসুমে ৬-০ গোলে ম্যানসিটির কাছে হারের দুঃসহ স্মৃতি মাথায় নিয়ে বিরতিতে গিয়েছিল ফরেস্টের খেলোয়াড়রা। কিন্তু তারা চমক দেখানোর দারুণ সুযোগ পায় রদ্রি সরাসরি লাল কার্ড দেখলে।

Man City lose Rodri for crucial games after being sent off following  'incredible' reaction - Mirror Onlineফরেস্টের মর্গ্যান গিবস-হোয়াইটের গলা দুই হাতে চেপে ধরে শাস্তি পান স্প্যানিশ মিডফিল্ডার।

তাতে করে বড়সড় অদলবদল করতে হয় ম্যানসিটিকে। উইঙ্গার জেরেমি ডকুকে উঠিয়ে ক্যালভিন ফিলিপসকে নামানো হয়। ফরেস্ট অ্যান্থনি এলাঙ্গা ও ক্যালাম হাডসন ওডয়কে মাঠে নামায়। পাল্টা জবাবে পেপ গার্দিওলা জুলিয়ান আলভারেজের স্থলাভিষিক্ত করেন ডিফেন্ডার নাথান আকেকে।

ফরেস্টের অভিষিক্ত খেলোয়াড় নিকোলাস ডমিঙ্গুয়েজ ৬৩তম মিনিটে ডানপাশের পোস্টের বাইরে দিয়ে শট নেন। এলাঙ্গার আড়াআড়ি শট ঠেকিয়ে দেন সিটি গোলকিপার এডারসন। ধারালো আক্রমণ শাণিয়ে গোল পেতে চেষ্টা করলেও সফল হয়নি অতিথিরা।

আকের ক্রস থেকে হাল্যান্ড দ্বিতীয় গোল করার দারুণ সুযোগ পেলেও সফল হননি। তবে সিটি ঠিকই জয় আদায় করে নিয়েছে। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ