ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। শনিবার ১০ জনের দল নিয়ে তারা হারালো নটিংহ্যাম ফরেস্টকে। দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রি লাল কার্ড দেখলেও ছয় ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিয়েছে টানা তিনবারের চ্যাম্পিয়নরা।
উত্তাপ ছড়ানো ম্যাচে রেফারি অ্যান্থনি টেলরকে ব্যস্ত থাকতে হয়েছে। রদ্রির লালসহ মোট ১১টি হলুদ কার্ড দেখান তিনি। এর মধ্যে দ্বিতীয়ার্ধে বের হয়েছে সাতটি হলুদ কার্ড। তবে ফরেস্টরা একজন বেশি নিয়ে খেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি।
সপ্তম মিনিটে সিটিকে এগিয়ে দেন ফিল ফডেন। স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড সাত মিনিট পর ম্যাথুস নুনেসের ক্রস থেকে হেড করে দ্বিতীয়বার জাল কাঁপান। প্রথম ৪৫ মিনিট বল দখলে এগিয়ে ছিল সিটিজেনরা।
গত মৌসুমে ৬-০ গোলে ম্যানসিটির কাছে হারের দুঃসহ স্মৃতি মাথায় নিয়ে বিরতিতে গিয়েছিল ফরেস্টের খেলোয়াড়রা। কিন্তু তারা চমক দেখানোর দারুণ সুযোগ পায় রদ্রি সরাসরি লাল কার্ড দেখলে।
ফরেস্টের মর্গ্যান গিবস-হোয়াইটের গলা দুই হাতে চেপে ধরে শাস্তি পান স্প্যানিশ মিডফিল্ডার।
তাতে করে বড়সড় অদলবদল করতে হয় ম্যানসিটিকে। উইঙ্গার জেরেমি ডকুকে উঠিয়ে ক্যালভিন ফিলিপসকে নামানো হয়। ফরেস্ট অ্যান্থনি এলাঙ্গা ও ক্যালাম হাডসন ওডয়কে মাঠে নামায়। পাল্টা জবাবে পেপ গার্দিওলা জুলিয়ান আলভারেজের স্থলাভিষিক্ত করেন ডিফেন্ডার নাথান আকেকে।
ফরেস্টের অভিষিক্ত খেলোয়াড় নিকোলাস ডমিঙ্গুয়েজ ৬৩তম মিনিটে ডানপাশের পোস্টের বাইরে দিয়ে শট নেন। এলাঙ্গার আড়াআড়ি শট ঠেকিয়ে দেন সিটি গোলকিপার এডারসন। ধারালো আক্রমণ শাণিয়ে গোল পেতে চেষ্টা করলেও সফল হয়নি অতিথিরা।
আকের ক্রস থেকে হাল্যান্ড দ্বিতীয় গোল করার দারুণ সুযোগ পেলেও সফল হননি। তবে সিটি ঠিকই জয় আদায় করে নিয়েছে। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।