X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

দুই বাংলার লড়াইয়ে আজ জিততে চায় কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৩, ১১:০১আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১১:০৩

ভারতের মাঠে মোহনবাগানের বিপক্ষে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছিল বসুন্ধরা কিংস। এএফসি কাপে গ্রুপ পর্বে ফিরতি লেগের ম্যাচটি বাংলাদেশের ক্লাবটির জন্য তাই ভীষণ গুরুত্বপূর্ণ। মঙ্গলবার গ্রুপে শীর্ষস্থান পেতে হলে নিজেদের মাঠে দুই দলের লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছু ভাববার সুযোগ নেই বসুন্ধরার। কিংস অ্যারেনায় রাত ৮ টার ম্যাচটিতে তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠ নামতে যাচ্ছে অস্কার ব্রুজনের দল।

এএফসি কাপে ‘ডি’ গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহনবাগান। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কিংস। সোমবার সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতি তুলে ধরে কিংসের কোচ ব্রুজন লড়াকু ফুটবলের ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘এটা আমাদের চতুর্থ ম্যাচ, গ্রুপ উন্মুক্ত। বর্তমানে গ্রুপের যে অবস্থা, তাতে ফলাফলের মাধ্যমেই দল ওপরে উঠতে পারে, নিচেও নেমে যেতে পারে। আমারা লড়াকু ফুটবল খেলে এই গ্রুপের শীর্ষে ওঠার দিকে তাকিয়ে আছি।'

প্রতিপক্ষ মোহনবাগানকে সমীহ কম করছেন না স্প্যানিশ কোচ, ‘আমরা জানি, মোহনবাগান কেমন দল- তাদের শক্তি, আইএসএল ও এএফসি কাপে তাদের বর্তমান অবস্থান। প্রতিক্ষের শক্তি-সামর্থ্য জেনেই আমরা সামনের দিকে রোমাঞ্চ নিয়ে তাকিয়ে আছি, নিজেদের খেলাটা মেলে ধরতে চাই এবং ইতিবাচক ফল পেতে চাই। আমি অনুভব করি দেশের সবাই আমাদের পাশে আছে।’

নিজেদের মাঠে খেলার সুবিধাটুকু নেওয়ার জন্য মুখিয়ে ব্রুজন। সেজন্য আক্রমণাত্মক হওয়ার বিকল্প দেখেন না তিনি, ‘ভারতে ৩ পয়েন্ট পাওয়ার যে লক্ষ্য আমি জানিয়েছিলাম, সেটা পূরণ হয়নি। কিন্তু এখন আমি মনে করি, আমাদের সেটা পাওয়ার সুযোগ আছে, যেহেতু নিজেদের মাঠে খেলবো। আগামীকাল(আজ) আমরা ঘরের মাঠে খেলার সুবিধা পাবো। আপনারাও বলছেন, ওরা সম্ভবত দক্ষিণ এশিয়ার সেরা দল; এই অঞ্চলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক লিগে খেলে ওরা। তবে আক্রমণাত্মক খেলবো আমরাও।’

কিংসের ব্রাজিলিয়ান অধিনায়ক রবিনিয়োও কম আত্মবিশ্বাসী নন। কোচের পাশাপাশি নিজেও তাই সোজাসাপ্টা কথা বলেছেন, ‘কঠিন একটা ম্যাচ, কিন্তু আগের ম্যাচ আমরা দেশের বাইরে খেলেছি; দেখিয়েছি জয়ের সুযোগ ছিল আমাদের। এবার নিজেদের মাঠে খেলবো। আমাদের লক্ষ্য দারুণ একটা ম্যাচ খেলা এবং ৩ পয়েন্ট পাওয়া, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

মোহনবাগানের কোচ ও অধিনায়কও জয় নিয়ে আশাবাদী কথা শুনিয়েছেন। তবে কিংস অ্যারেনায় রাতে ফ্ল্যাডলাইটের ম্যাচটি যে ধুন্ধুমার হতে যাচ্ছে তা আগেভাগেই বলে দেওয়া যায়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল