X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সিঙ্গাপুরের বিপক্ষে কৃষ্ণার জায়গায় কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৩, ২১:০৯আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ২১:০৯

আগামীকাল শুক্রবার সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে খেলতে যাচ্ছে বাংলাদেশ। পায়ের চোটের কারণে দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশ দলের জার্সি পরা হচ্ছে না ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকারের। স্বাগতিকদের হয়ে মাঠে সাবিনা খাতুনের সঙ্গে আক্রমণে জুটি বাঁধবেন কে? উত্তরও মিলেছে। এই ফরোয়ার্ডের শূন্যতা ঋতুপর্ণা চাকমাকে দিয়ে পূরণ করতে চান বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু।

সিঙ্গাপুরের সঙ্গে একবারই খেলতে নেমেছিল বাংলাদেশ, সেটা ২০১৭ সালে। প্রায় সাত বছর আগের সেই প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরেছিলেন সাবিনারা। এবার দুটি ম্যাচ খেলবে দুই দল। প্রথম ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে টিটু বললেন, ‘কৃষ্ণার যে চোট, সেটা খুবই অস্বাভাবিক। ফুটওয়্যারের (বুট) কারণে হতে পারে। মেটাটারসালের মাঝখানে যে নার্ভ আছে, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের বিপক্ষে ঢাকায় খেলায় সময় যে ওষুধ নিয়েছিল, সেটা হয়ত সাময়িকভাবে ব্যথা কমিয়েছিল, কিন্তু ওই ওষুধ নেওয়া ঠিক হয়নি।’

কৃষ্ণা আপাতত বিশ্রামে রয়েছেন। দ্রুত সুস্থ হয়ে তার দলে ফেরা চাইছেন কোচ টিটু, ‘আমরা সুস্থ কৃষ্ণাকে চাই। দলে ওর জায়গা নিয়ে তো প্রশ্ন নেই। ও দারুণ খেলোয়াড়। ওর ফেরার জন্যই এই দুই ম্যাচে ওকে রাখছি না। আমরা চাইছি ও একবারে সুস্থ হয়ে ফিরুক। ও ভালোভাবে ফিরলে তো দলের জন্য অবশ্যই ভালো।’

গত সাফ চ্যাম্পিয়শিপে পাকিস্তান ও ভুটানের বিপক্ষে ম্যাচে গোল পেয়েছিলেন ১৯ বছর বয়সী ঋতুপর্না চাকমা। অধিনায়ক সাবিনা আশাবাদী, ‘প্রথমত কৃষ্ণার যে ইনজুরি, সেটা থেকে ওর ফেরা সবচেয়ে জরুরি। অন দ্য ফিল্ড ও অবশ্যই দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও থাকলে ভাল হতো। যেহেতু পাচ্ছি না, কিছু করার নেই। কৃষ্ণার জায়গায় ঋতুকে দিয়ে চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয়, ঋতু ওর জায়গা পূরণ করতে পারবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ