গ্রানাদার বিপক্ষে শনিবার রিয়াল মাদ্রিদ ২-০ গোলে জিতেছে। ওই ম্যাচে পায়ের চোটে পড়েন দানি কারভাহাল। ইএসপিএন জানিয়েছে, একমাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন স্প্যানিশ ডিফেন্ডার।
এই মৌসুমে ক্যারিয়ার সেরা ফর্মে আছেন কারভাহাল। মাদ্রিদ ক্লাবের হয়ে সব প্রতিযোগিতায় ১৭ ম্যাচ খেলেছেন এবার।
রিয়ালের ইনজুরি তালিকা আরও লম্বা করলেন এই রাইটব্যাক। এরই মধ্যে যে তালিকায় যোগ দিয়েছিলেন থিবো কোর্তোয়া, এডার মিলিতাও, অরেলিয়েন শুয়োমেনি, এডুয়ার্ডো কামাভিঙ্গা, লুকা মদরিচ, আরদা গুলার ও ভিনিসিয়ুস জুনিয়র।
বিভিন্ন সূত্রে জানা গেছে, স্প্যানিশ সুপার কোপায় খেলার জন্য ফিট হয়ে যাবেন কারভাহাল। আগামী ১০ জানুয়ারি অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল।