নারী সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের আসর হতে যাচ্ছে ২০২৪ সালের অক্টোবরে। এরই মধ্যে স্বাগতিক হওয়ার জন্য তোড়জোর করছে তিনটি দেশ, এর মধ্যে আছে বাংলাদেশও। তাদের ছাড়াও আবেদন করেছে নেপাল ও ভুটান। কোন দেশে হবে এই চ্যাম্পিয়নশিপ, তা এখনও ঠিক করা হয়নি।
আজ মঙ্গলবার সাফের কম্পিটিশন কমিটির অনলাইন সভা ছিল। সেখানে এটা নিয়ে আলোচনা হয়েছে। স্বাগতিক কোন দেশ হবে তা নির্ধারণ করবে মার্কেটিং সংস্থা। এছাড়া প্রথমবারের মতো সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। সাত দেশের আট ক্লাব নিয়ে টুর্নামেন্ট হওয়ার কথা। শুধু ভারতের দুটি ক্লাব থাকবে। দুই গ্রুপে আটটি দল হোম-অ্যাওয়েভিত্তিক খেলবে। সেমিফাইনালও একইভাবে হবে। ফাইনাল হবে এক ভেন্যুতে।
এসব নিয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নারী চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হতে চায় তিন দেশ। এছাড়া সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়েও কথা হয়েছে। এখন পুরো বিষয়টি মার্কেটিং সংস্থা দেখবে। তাদের মতামতটা জরুরি। এরপর আমরা পূর্নাঙ্গ আকারে সবকিছু জানাতে পারবো।'