জার্মান বুন্দেসলিগায় রূপকথার জন্ম দিয়েছে বায়ার লেভারকুসেন। প্রথম শিরোপা জয়ের পথে এবার জার্মান ফুটবলে নতুন রেকর্ড গড়েছে তারা। মেইঞ্জকে ২-১ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলে অপরাজিত থাকলো ৩৩ ম্যাচ!
জার্মান ফুটবলে এতদিন ৩২ ম্যাচ অপরাজি থাকার রেকর্ডটি ছিল বায়ার্ন মিউনিখের। ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত দুই মৌসুমে হান্সি ফ্লিকের সময় বায়ার্ন এই রেকর্ড ম্যাচ অপরাজিত ছিল। এবার তাদেরকেও পেছনে ফেলেছে লেভারকুসেন। তারা এই মৌসুমেই সব প্রতিযোগিতা মিলে ২৯টি জয়, ৪টি ড্রয়ে মোট ৩৩ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়লো।
রেকর্ডের রাতে অবশ্য শুরুটা নড়বড়ে ছিল লেভারকুসেনের। ভুলও ছিল অনেক। তার পরেও ৩ মিনিটে গ্রানিত জাকার গোলে এগিয়ে যায় তারা। ৭ মিনিটে মেইঞ্জ সমতা ফিরিয়েছে। তার পর ৬৮ মিনিটে জয় নিশ্চিত করেছে রবের্ত এন্ডনরিখের গোল। জয়সূচক গোলটির জন্য প্রতিপক্ষ গোলরক্ষককে কৃতিত্ব দিতেই হবে! বলটি অলস ভঙ্গিতে প্রতিহত করতে গিয়েছিলেন। ফলে তার হাত ফসকে বল জড়িয়েছে জালে।
লেভারকুসেনের রূপকথার এই অগ্রযাত্রার নায়ক তাদের কোচ জাবি আলোনসো। পুরো সপ্তাহ জুড়ে নানামুখী গুঞ্জন ছিল তার ভবিষ্যৎ নিয়ে। শোনা যাচ্ছিল লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হচ্ছেন। আবার মিউনিখেও যাচ্ছেন বলে খবর রয়েছে। খেলোয়াড়ী জীবনে দুটি ক্লাবেরই অংশ ছিলেন। কিন্তু রেকর্ড গড়া জয়ের পর গুঞ্জন উড়িয়ে দিয়েছেন লেভারকুসেনের এই কোচ। শুধু বলেছেন, এসব আলোচনা মূলত অনুমানভিত্তিক!
২৩ ম্যাচে লেভারকুসেন ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে। এক ম্যাচ কম খেলা বায়ার্ন ১১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে অবস্থান করছে।